আমার উৎপল – শোভা সেন
অনুলিখন ও রচনা – অরূপ মুখোপাধ্যায়
প্রথম প্রকাশ: পৌষ ১৪২৬ (জানুয়ারি ২০২০)
প্রচ্ছদ ছবি – আর্কাইভ থেকে
.
উৎসর্গ
ভারতীয় থিয়েটারের সেই অকুতোভয় ও বর্ণময় ব্যক্তিত্ব
উৎপল দত্তের স্মরণে
.
ভূমিকার বদলে
২০১৭ সালের ১৩ আগস্ট বাংলা থিয়েটারের প্রবাদপ্রতিম অভিনেত্রী শ্রীমতী শোভা সেন প্রয়াত হয়। ২০১৪ সালের জানুয়ারি মাস থেকে শোভা সেনের জবানিতে ‘আমার উৎপল’ শিরোনামে একটি বাংলা দৈনিক সংবাদপত্রে ধারাবাহিক ভাবে এই রচনা প্রকাশিত হয়। উৎপল দত্তের জীবনের সেইসব অকথিত, ঘটনাবহুল ও রোমাঞ্চকর কাহিনীর অনুলিখন এবং রচনা বর্তমান লেখকের। এই চিত্তাকর্ষক ও মনোগ্রাহী কাহিনীর সিংহভাগ সংবাদপত্রের রবিবারের পাতায় পর্যায়ক্রমে ছাপা হয়েছিল।
‘আত্মজা’ প্রকাশনের তরুণ কর্ণধার অরুণাভ চট্টোপাধ্যায়ের উৎসাহে বাদবাকি রচনা সম্পূর্ণ করে এই নজরকাড়া ‘আমার উৎপল’ বইটি প্রকাশিত হল। এই বইতে সংযোজিত হল শোভা সেন সম্পর্কে বর্তমান লেখকের একটি নিবন্ধ এবং একটি গুরুত্বপূর্ণ অপ্রকাশিত দূরদর্শন সাক্ষাৎকার। আশাকরি বইটি পাঠকদের ভাল লাগবে।
অরূপ মুখোপাধ্যায়
বইমেলা, ২০২০
Leave a Reply