আনন্দমেলা রহস্য গল্পসংকলন
সম্পাদনা – পৌলোমী সেনগুপ্ত
প্রথম সংস্করণ: জানুয়ারি ২০১৪
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: ওঙ্কারনাথ ভট্টাচার্য
.
ভূমিকা
রহস্য মানেই গা ছমছমে ভাব। রহস্য মানেই ঘুমহীন রাত। ভীষণ কৌতূহল, কে আসলে অপরাধী? অনেক ধোঁয়াশা, অনেক আতঙ্ক। তারপর সব আলোর মতো পরিষ্কার। মুক্তি। বিস্ময়। আর এই আশ্চর্য মুক্তির জাদুকর হলেন আমাদের প্রিয় গোয়েন্দারা। তাঁরা যে কী করে সব বুঝে ফেলেন, তা তিনি নিজে না বুঝিয়ে দিলে আমার-তোমার মতো সাধারণ লোক কিছু বুঝতে পারে না।
এই রহস্য কাহিনির আকর্ষণে ধরা দিয়েছেন অনেক বড়-বড় মানুষ। তবে বাদ যায়নি ছোটরাও। ১৯৭৫ সালে আত্মপ্রকাশের পর থেকেই আনন্দমেলা পত্রিকার পাতায়-পাতায় তাই রহস্য কাহিনির ছড়াছড়ি। বহু লেখক বিভিন্ন সময়ে ভাল-ভাল রহস্য কাহিনি লিখে পাঠকদের আনন্দ দিয়েছেন। এমনই কয়েকটি গল্প নিয়ে প্রকাশ করা হচ্ছে এই সংকলন। শার্লক হোম্স বা পোয়ারোর মতো পশ্চিমি ডিটেকটিভ আর ব্যোমকেশ, ফেলুদার মতো বাঙালি গোয়েন্দাদের পথে কত যে রহস্যভেদী পা রেখেছেন বাংলা সাহিত্যের দুনিয়ায় ! তাদের মধ্যে কয়েকজনকে আমরা এনে হাজির করলাম। আনন্দমেলায় বেরনো আরও অনেক রহস্য গল্প এখানে দেওয়া গেল না। দেখি, আবার যদি সময়-সুযোগ হয়, আমরা নিশ্চয়ই সেসব গল্পও নিয়ে আসব।
খাঁটি গোয়েন্দা গল্প ছাড়াও (ইংরেজিতে বলে হুডানিট) আমরা এমন কয়েকটি গল্প এই সংকলনে নিয়েছি যাতে রহস্যের ভাগটা বেশি। আশা করি, বঙ্গভূমির খুদে পাঠকদের এই সংকলন ভাল লাগবে আর তোমরা আরও বেশি করে বাংলা রহস্যগল্প পড়তে শুরু করবে। এসো, একসঙ্গে পা দিই রহস্যের গোলকধাঁধায়।
পৌলোমী সেনগুপ্ত
Leave a Reply