আচার্য সুনীতিকুমার – সুকুমারী ভট্টাচার্য
আচার্য সুনীতিকুমার – সুকুমারী ভট্টাচার্য
প্রস্তাবনা
এ লেখাটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৯ সালে, সুনীতিকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি থেকে। তার প্রস্তাবনায় ঋণস্বীকার ছিল :
সময়ের অভাবে অত্যন্ত দ্রুত এই লেখাটি শেষ করতে হল। সুনীতিকুমারের যে মর্যাদা প্রাপ্য তা হয়তো এতে সব দিকে সুবিচার পেল না। সান্ত্বনা এই যে একক চেষ্টায় হয়তো কারও পক্ষেই একটি স্বল্প-পরিসর গ্রন্থে তাঁর মূল্যায়ন করা এমনকী পূর্ণাঙ্গ বিবরণ দেওয়াও সম্ভব হত না। অসাবধানতার ত্রুটি-অপূর্ণতার জন্য পাঠক-সাধারণের কাছে কুণ্ঠা নিবেদন করছি।
ড. শুভেন্দুশেখর মুখোপাধ্যায় গ্রন্থপঞ্জি সংকলন করে ও নানা আলোচনার দ্বারা অনেক সাহায্য করে ঋণী করেছেন। ড. পবিত্র সরকারের সঙ্গে ভাষাতত্ত্বে সুনীতিকুমারের দান সম্বন্ধে আলোচনা করে উপকৃত হয়েছি। এঁদের দুজনকেই গভীর কৃতজ্ঞতা জানাই।
বাংলা আকাদেমি এই জীবনী রচনা করতে আহ্বান করে আমাকে গুরুত্বপূর্ণ করার এই সুযোগ দিয়ে কৃতজ্ঞতাভাজন হয়েছেন।
প্রবন্ধসংগ্রহে অন্তর্ভুক্তির সময় সামান্য পরিমার্জন করা হল।
Leave a Reply