আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ৪ (চতুর্থ খণ্ড)
সম্পাদনা ও ভাষান্তর – পৃথ্বীরাজ সেন
কামিনী প্রকাশালয়
প্রথম প্রকাশ – জন্মাষ্টমী, ভাদ্র, ১৪২০
শ্রদ্ধেয় দাদা (সব্যসাচী মিত্র)
ও
শ্রদ্ধেয়া বৌদি সোমা মিত্রকে
পৃথ্বীরাজ সেন
অবতরণিকা
রহস্য সাহিত্যের ইতিহাসে আগাথা ক্রিস্টি এখনও সম্রাজ্ঞীর আসনে আসীন। তাঁর সৃষ্ট অনুপম এরকুল পোয়ারো চরিত্র আজও আমাদের রাতের ঘুম কেড়ে নেয়। এর পাশাপাশি আমরা তাঁর আরও দুটি জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মিস মার্পল এবং পার্কার পাইনের কথা বলতে পারি। এই তিনটি চরিত্র সৃষ্টি করে তিনি বিশ্বের রহস্য সাহিত্যকে আরও উজ্জ্বল করে তুলেছেন। বলা হয়, বাইবেল-এর পরই নাকি আগাথা ক্রিস্টির বইয়ের কাটতি। তাঁর বই অবলম্বনে একটি নাটক ‘মাউস ট্রাপ’ ইংল্যান্ডে একাধিকক্রমে একুশ বছর ধরে মঞ্চায়িত হয়ে এক অভূতপূর্ব বিশ্বরেকর্ড স্থাপন করেছে।
সাহিত্যিক হিসেবে আগাথা ক্রিস্টির সবথেকে বড়ো বৈশিষ্ট্য হল তিনি মগজাস্ত্রের সাহায্যে একটির পর একটি রহস্যের কিনারা করেছেন। তাঁর লেখার মধ্যে অহেতুক হিংসার ছাপ নেই। নেই যৌনতার বিন্দুমাত্র আভাস, তাই ছোটো- বড়ো সকলে একসঙ্গে বসে আগাথা ক্রিস্টির গোয়েন্দা সাহিত্যের রস আস্বাদন করতে পারে। এর আগে নানাভাবে আগাথা ক্রিস্টিকে বাঙালি পাঠক-পাঠিকার হাতে তুলে দেওয়া যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। কামিনী প্রকাশালয়-এর পক্ষ থেকে আগাথা ক্রিস্টি সমগ্র রচনাবলী তিনটি খণ্ডে প্রকাশিত হয়েছে। কিন্তু এই খণ্ডের একটি বৈশিষ্ট্য আছে। এখনও পর্যন্ত আগাথা ক্রিস্টির যেসব লেখা বাংলায় অনূদিত হয়নি, নিরলস পরিশ্রমে সেই লেখাগুলিকে চিহ্নিত করে তার সহজ সরল বঙ্গানুবাদ আপনাদের হাতে তুলে আপনারা আগেকার বইগুলি সেভাবে গ্রহণ করেছেন, এই খণ্ডটিকেও সেভাবে গ্রহণ করবেন আসলে আগাথা ক্রিস্টির বই পড়া মানে সমস্যাসঙ্কুল দৈনন্দিন জীবন থেকে কিছুক্ষণ ছুটির ঠিকানা খুঁজে নেওয়া শুধু তাই নয়, আগাথা ক্রিস্টির লেখনীয় দর্পণে সমকালীন সমাজের বিভিন্ন চরিত্র এবং ছবি দারুণভাবে প্রতিফলিত হয়েছে তাই আগাথা ক্রিস্টি আমাদের আত্মার আত্মীয়া হয়ে উঠেছেন।
এই বইটি লেখার জন্য নানাভাবে আমাকে সাহায্য করেছেন প্রকাশক-বন্ধু শ্রী শ্যামাপদ সরকার। তাঁর প্রতি আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই। তাহলে ? আর অবতরণিকা বড়ো করে কী লাভ? আসুন, আমরা চোখ বন্ধ করে আগাথা ক্রিস্টির রহস্য রোমাঞ্চ জগতে ঢুকে পড়ি। সেখানে থরে থরে কত উত্তেজনা ছড়ানো আছে, তা দেখলে আমাদের অবাক হতে হবে বৈকি।
সকলকে শুভ জন্মাস্টমীর আন্তরিক প্রীতি ভালোবাসা ও শুভেচ্ছা জানাই ।
পৃথ্বীরাজ সেন
Leave a Reply