আগাথা ক্রিস্টি রচনা সমগ্র ২ (দ্বিতীয় খণ্ড)
ভাষান্তর : পৃথ্বীরাজ সেন
কামিনী প্রকাশালয়
প্রথম প্রকাশ – শুভ জন্মাষ্টমী, ১৪০৫
প্রচ্ছদ : পার্থপ্রতিম বিশ্বাস
অবতরণিকা
আগাথা ক্রিস্টি রচনাসমগ্রর প্রথম খণ্ড প্রকাশের সঙ্গে সঙ্গে তা লাভ করেছে অসামান্য জনপ্রিয়তা। রহস্যসম্রাজ্ঞী আগাথার সমস্ত রচনাকে আমরা চার খণ্ডে উপস্থাপিত করতে চলেছি বাংলাভাষী পাঠক-পাঠিকার সামনে। শুভ জন্মাষ্টমীতে দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হল ।
এই খণ্ডে আছে আগাথার অনন্যসাধারণ রচনাশৈলীর বর্ণচ্ছটায় উজ্জ্বল সাহিত্য সম্ভার। আমরা আর একবার মুগ্ধ হব তাঁর অননুকরণীয় বিশ্লেষণে, মোহিত হব তাঁর আশ্চর্য সুন্দর উপস্থাপনায় আর বিদায়বেলার শেষ রাগিণীর ঝংকারে বেজে উঠা স্মৃতির ঝর্ণায় অবগাহন করব আমরা
এই খণ্ডের প্রতিটি কাহিনী আপন বৈশিষ্ঠ্যে সমুজ্জ্বল। এখানে কোথাও গোয়েন্দা এরকুল পোয়ারো তাঁর নিজস্ব ভঙ্গীতে ছিন্ন করেছেন সহস্যজাল, ঘনমেঘের আড়াল থেকে যেমন ভাবে প্রকাশিত হয় উজ্জ্বল রৌদ্রাভা, তেমন ভাবেই পোয়ারোর ব্যক্তিত্বচ্ছটায় ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে জমাট বাঁধা রহস্যের আবরণ।
শুধু কি পোয়ারো? মহিলা গোয়েন্দা মিস মারপেল বারে বারে এসে দাঁড়িয়েছেন আমাদের সামনে আর সহজ সাধারণ ভঙ্গীতে উদ্ঘাটন করেছেন রোমাঞ্চ-তন্ময়তা।
এই খণ্ডে আছে ফাইভ লিটল পিগস্, পেল হর্স, হিকরি ডিকরি ডক, দি মিস্ট্রি অফ ব্লু ট্রেন, দি মার্ডার ইন ওরিয়েন্ট এক্সপ্রেস, মাউসট্র্যাপের মত অবিস্মরণীয় কাহিনীগুলি।
আগাথার বাকী রচনা নিয়ে চতুর্থ খণ্ড অচিরেই আত্মপ্রকাশ করবে। বাংলার অনুবাদ সাহিত্যে এই প্রয়াস এক উল্লেখযোগ্য সংযোজন হিসেবে গণ্য হবে বলেই আমাদের দৃঢ় বিশ্বাস।
ধন্যবাদান্তে
পৃথ্বীরাজ সেন
Leave a Reply