অ্যালেক্স – পিয়ের লেমেইত
অনুবাদ : আফনান নিবিড়
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০১৯
প্রচ্ছদ : ডিলান
অনুবাদকের কথা (ফ্রেঞ্চ থেকে ইংলিশ)
ফ্রান্স আর যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রে তদন্তের দায়িত্বে থাকে পুলিশ-আদালত প্রসিকিউশন এবং ডিফেন্সের মাঝে নিরপেক্ষ ভূমিকা পালন করে। কিন্তু ফ্রান্সে বিচারকরা পুলিশের সাথে মিলে কাজ করে। সাক্ষিকে প্রশ্ন করা, আসামিকে জেরা করার জন্য নির্দিষ্ট বিচারক নিয়োগসহ যাবতিয় বিষয় পরিচালনা করেন তারা। যথেষ্ট প্রমাণাদি পাওয়া গেলে মামলার দায়িত্ব প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটরের কাছে অর্পণ করা হয়। এরপর পাবলিক প্রসিকিউটর অভিযোগ দাখিলের সিদ্ধান্ত নেন। এখানে মামলা পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত বিচারকের কোন ভূমিকা তো থাকেই না বরং একই প্রতিপক্ষের ভবিষ্যৎ কোন মামলায় তার বিচার করাও নিষিদ্ধ। ফরাসিদের পুলিশ বাহিনী মূলত দুই ধরণের : পুলিশ ন্যাশনালে (পূর্বে শাঁখতে নামে পরিচিত), যারা বেসামরিক পুলিশবাহিনী এবং এদের কর্মক্ষেত্র নগর ও বৃহৎ শহরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ। আরেকদল জঁদামেরি ন্যাশনালে ফরাসি সশস্ত্র বাহিনী যারা জননিরাপত্তার সাথে সাথে প্রায় ২০,০০০-এর কাছাকাছি জনবসতিপূর্ন এলাকার নিরাপত্তার জন্যেও দায়িত্বশীল। জটিল এবং সময়সাপেক্ষ তদন্তের জন্য জঁদামেরির লোকবল যথেষ্ট নয় তাই আঞ্চলিক অপরাধ তদন্তের কাজ পুলিশ ন্যাশনালেই তদারকি করে যারা অনেকটা ব্রিটিশ সিআইডি’র অনুরূপ। এছাড়াও সশস্ত্র প্রতিক্রিয়া ইউনিট (আরএআইডি)ও তারা দেখাশোনা করে।
নির্ঘণ্ট
*কমিশ্যাঁর ডিভিশন্যাঁর-চিফ সুপারিন্টেন্ডেন্ট (যুক্তরাজ্য)/পুলিশ চিফ (যুক্তরাষ্ট্র), প্রশাসনিক এবং অনুসন্ধানি ভুমিকায় দায়িত্বপ্রাপ্ত।
*কম্যান্ড্যান্ট-গোয়েন্দা প্রধান পরিদর্শক
*ম্যারেটাল ডে লজি শ্যাফ (জঁদামেরি)-স্টাফ সার্জেন্টের সমতুল্য
*ব্রিগেডিয়ার (জঁদামেরি)–সার্জেন্টের সমতুল্য
*আরএআইডি (রিসার্চ, আসিসট্যান্স, ইন্টারভেনশন, ডিসুয়েশন)–ফরাসি পুলিশ ন্যাশনালে’র বিশেষ কৌশলি ইউনিট।
*ব্রিগেড ক্রিমিন্যালে ব্রিটিশ সিআইডি’র অনুরূপ। হত্যা, অপরহণ, গুপ্তহত্যাসহ আরো স্পর্শকাতর কেস পরিচালনা করার জন্য বিশেষায়িত বাহিনী।
*পোঁকিয়ে-অনেকটা যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিটরের মত, তবে ‘স্যার’ কিংবা ‘ইয়োর অনার’ বলে সম্বোধন করা হয়।
*জুঁজে দ্য ইন্সট্রাকসো-আমেরিকান ডিস্ট্রিক্ট জাজের মত ভূমিকা পালন করে। ‘মঁসিয়ে লে জুঁজে’ নামে ডাকা হয়।
*ইদতিঁতে জুডিশিয়েঁ-পুলিশ ন্যাশনালের ফরেনসিক বিভাগ।
*”লে পাঁকে-পাবলিক প্রসিকিউটরের অফিস।
উৎসর্গ :
শ্রদ্ধেয় নানা
যার হাত ধরে প্রথম বইমেলায়
পদার্পন
আর মামাকে,
নিজের সন্তানের চেয়েও বেশি
ভালোবাসার জন্য।
Leave a Reply