অ্যাডভেঞ্চার সমগ্র ২ – হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
প্রথম প্রকাশ : ডিসেম্বর ২০১৫, অগ্রহায়ণ ১৪২২
প্রচ্ছদ ও অলংকরণ : রঞ্জন দত্ত
প্রকাশক : সুধাংশুশেখর দে। দে’জ পাবলিশিং
.
উৎসর্গ
আমার লেখকবন্ধু অভিজ্ঞান রায়চৌধুরী ও পাঠকবন্ধু শর্মিষ্ঠা ব্যানার্জিকে
.
তুষারশুভ্র কিরীটশোভিত হিমালয়ের রহস্যময় পর্বত কন্দর, কোস্টারিকার ক্লাউড ফরেস্ট বা মেঘ-অরণ্য রাব-আল-খালি-র কুখ্যাত মরুভূমির হারিয়ে যাওয়া প্রাচীন নগরী, আফ্রিকার বনভূমির ‘চাইল্ড আর্মি’, অথবা ইতিহাসের গন্ধমাখা রবিনহুডের সেই শেরউড বন! কখনও অদেখা পৃথিবী, কখনও ইতিহাসের গন্ধমাখা পটভূমিতে পাঁচটি রহস্যময় রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার উপন্যাস এক মলাটে সংকলিত।
ভূমিকা
‘অ্যাডভেঞ্চার সমগ্র’র পর এবার ‘অ্যাডভেঞ্চার সমগ্র-২’। আগের বইটির মতো এই বইতেও স্থান পেয়েছে পাঁচটি অ্যাডভেঞ্চার উপন্যাস। ইতিপূর্বে উপন্যাসগুলি প্রকাশিত হয়েছিল বিভিন্ন শারদ পত্রিকায়। বরফদেশের ছায়া মানুষ (আনন্দমেলা), কোস্টরিকার রক্তচোষা, (শুকতারা) বিছে মানুষের দাঁড়া (মায়াকানন)। চাদের বাজনা ও শেরউড বনের শিঙা (মাসপাতা ব্যাসপাতা)।
প্রথম তিনটি উপন্যাসের নায়ক সুদীপ্ত আর হেরম্যান। ক্রিপ্টিড, অর্থাৎ রূপকথা-লোককথা বা পৃথিবী থেকে লুপ্ত হয়ে যাওয়া প্রাণীর সন্ধানে তারা ঘুরে বেড়ায় কখনও তুষার ধবল পর্বতে, কখনও, আফ্রিকার জঙ্গলে, জনহীন মরুভূমিতে এমনকী সমুদ্রর গভীরেও। নিজেদের জীবনকে বাজি রেখে, মৃত্যুকে উপেক্ষা করে তারা ছুটে চলে অজানার হাতছানিতে। এ বইয়ে সংকলিত প্রথম তিনটি উপন্যাসের পটভূমি কিরীট শোভিত দুর্গম হিমালয়ের পর্বতমালা, কোস্টারিকার মেঘ অরণ্য আর নিষ্প্রাণ কুখ্যাত রাব-আলি-খালি মরুভূমি। যেখানে সুদীপ্ত-হেরম্যানের অ্যাডভেঞ্চার কখনও হিমালয়ের রহস্যময় প্রাণী ইয়েতি, রক্তচোষা চুপাকাবরা বা দানব কাঁকড়া বিছে ইউরেপুটেরাসের সন্ধানে। প্রসঙ্গত বলি যে এ বইয়ের প্রথম উপন্যাস। ‘বরফ দেশের ছায়া মানুষ’-এ কিন্তু প্রথম পরিচয় হয়েছিল সুদীপ্ত আর হেরম্যানের। বিচিত্র পৃথিবীর অচেনা অজানা পটভূমিতে রচিত সুদীপ্ত-হেরম্যানের এই উপন্যাসগুলি তাদের অন্য অ্যাডভেঞ্চার কাহিনির মতো পাঠকদের ভালো লাগবে আশা করি।
এ বইয়ের শেষ দুটি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ইতিহাস গবেষক প্রফেসর জুয়ান ও দীপাঞ্জন। তাদের প্রথম আবির্ভাব ঘটেছিল সন্দেশ পত্রিকার পাতায়। সুদীপ্ত- হেরম্যান যেমন ক্রিপ্টিডের সন্ধানে ঘুরে বেড়ায় তেমনই জুয়ান আর দীপাঞ্জন পৃথিবীর নানা চেনা-অচেনা জায়গায় ঘুরে বেড়ায় প্রাচীন ইতিহাসের খোঁজে। ইতিমধ্যে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে তারা। তাদের সে অভিযান কখনও লাটিন আমেরিকার প্রাচীন অ্যাজটেক মন্দিরে, আবার কখনও রোমের প্রাচীন যুদ্ধ ভূমি কলোসিয়ামে। এ বইতে অন্তর্ভুক্ত হল তাদেরও দুটি অ্যাডভেঞ্চার উপন্যাস ‘চাদের বাজনা’ ও ‘শেরউড বনের শিঙা’। যার প্রথমটির পটভূমি আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত ছোট্ট দেশ ‘চাদ’। যেখানে দেখা মেলে সভ্যতার কলঙ্ক চাইল্ড আর্মিদের। শৈশব কেড়ে নিয়ে শিশুদেরও সেনা বানানো হয়। মানুষ খুন করতে শেখান হয় যেখানে। সম্ভবত ‘চাইল্ড আর্মি’ বা ‘শিশু সৈন্য’ নিয়ে বাংলায় লেখা এটাই প্রথম কিশোর উপন্যাস। এ বইয়ের শেষ উপন্যাসের পটভূমি ইতিহাসপ্রসিদ্ধ শেরউড বনাঞ্চল। যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে লোককথার রবিনহুডের নাম। দুই বিচিত্র পটভূমিতে লেখা জুয়ান-দীপাঞ্জনের গা-ছমছমে এই অ্যাডভেঞ্চার উপন্যাস দুটিও সকল বয়সি পাঠকরা পড়ে আনন্দলাভ করবেন বলেই মনে হয়।
‘সুদীপ্ত- হেরম্যান’ সিরিজের লেখাগুলো লেখার সময় বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছেন লোপামুদ্রা বাগ। তাঁকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা জানাই ‘দে’জ পাবলিশিংকে ‘অ্যাডভেঞ্চার সমগ্র-২’ প্রকাশের জন্য।
পরিশেষে বলি পাঠক-পাঠিকারা যদি প্রথম বইটির মতো এ বইটিকেও সাদরে গ্রহণ করেন তবে ভবিষ্যতে লেখক-প্রকাশক এগিয়ে যাবেন ‘অ্যাডভেঞ্চার সমগ্র-৩’ প্রকাশ করার জন্য।
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
৭ ডিসেম্বর, ২০১৬
.
লেখক পরিচিতি
হিমাদ্রিকিশোর দাশগুপ্ত, জন্ম ১৯৭৩ কলকাতায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ। বর্তমান বাসস্থান কাঁচরাপাড়া। কিশোর সাহিত্যের নিয়মিত লেখক। সন্দেশ, আনন্দমেলা, কিশোর ভারতী, শুকতারা প্রায় প্রতিটি প্রতিষ্ঠিত শিশু-কিশোর পত্রিকায় নিয়মিত লেখেন। বড়দের জন্যও লেখেন বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। তার সুদীপ্ত-হেরম্যানের উপন্যাস অনূদিত হয়েছে ইংরেজিতেও। জনপ্রিয় এফ.এম. চ্যানেলগুলোতে পরিবেশিত হয়েছে একাধিক গল্পর নাট্যরূপ। শখ-আড্ডা, ভ্রমণ।
Leave a Reply