যখন একাকী আমি একা
এখন সন্ন্যাসী দুইজন–
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
কেন তাঁর নামত সন্ন্যাস
কেন তিনি মাত্র মায়াহীন
মনে ভাবি
এমন দেখিনি তাঁকে আগে
কোনদিন
এখন সন্ন্যাসী দুইজন–
একজন আমি আর অন্যজন আমার পিতার
মমতাবিহীন চক্ষু
মাঝেমধ্যে রাত্রে দেন দেখা
যখন একাকী আমি একা।
Nasimrajj
১টা করে কবিতা কেন? পুরো বইয়ের কবিতা দেওয়ার জন্য অনুরোধ করছি।
chandrima Gupta
আরও সেড়া লেখা পড়ার আশা রইলো