অশুভ ছায়া – অনীশ দাস অপু
প্রথম প্রকাশ: ২০০৮
এ বইয়ের কয়েকটি গল্প লেখার সময় বিচিত্র সব অনুভূতি কাজ করেছে আমার ভেতর। কখনও আঁতকে উঠেছি, কখনও বা শিরশির করে উঠেছে গা; একটি গল্প তো রাতের বেলায় লিখতেই পারিনি—এমন ভয় করছিল। কোন্ গল্পটি জানতে চান? ওটা রহস্যই থাক। শুধু বলি—আমার অনুভূতি শেয়ার করতে চাইলে বসে যান এ-বই নিয়ে। তারপর দেখুন ‘অশুভ ছায়া’র আড়াল থেকে বেরোতে পারেন কি না!
– অনীশ দাস অপু
Leave a Reply