অশরীরীজগৎ – ইশতিয়াক হাসান
সত্য হরর কাহিনী
প্রকাশক – কাজী আনোয়ার হোসেন, সেবা প্রকাশনী
২৪/৪ কাজী মোতাহার হোসেন সড়ক সেগুনবাগিচা, ঢাকা ১০০০
প্রথম প্রকাশ: ২০২০
প্রচ্ছদ: বিদেশি ছবি অবলম্বনে কোলায় রনবীর আহমেদ বিপুব
ASHORIRIJOGOT – True Horror Stories By: Ishtiaq Hasan
উৎসর্গ
আরিফুর রহমান নাইম
সূচী
- পাতালকুঠুরী লণ্ডভণ্ড
- লাল ক্ষত
- লোভে পাপ, পাপে মৃত্যু
- অভিশপ্ত অরণ্য হইয়া বাচিয়ু
- ভুতুড়ে সিঙ্গাপুর
- জ্যান্ত কবর
- ভুতুড়ে বাড়ি মন্টিক্রিস্টো
- অদৃশ্য সাহায্যকারী
- অ্যান্ড্রু এসেছিল
- কালো মৃত্যুদূত
- নার্স ব্ল্যাক
- লণ্ডনের ভূতের রাজ্যে
- বেলেচিনের প্রেতাত্মারা
- প্রেতাত্মার প্রতিশোধ
- নাইটসব্রিজের ভুতুড়ে দাঁত
- কুইন মেরির প্রেতাত্মারা
- আইরিশ কনের ভূত
- সাগরের ভুতুড়ে কাণ্ড
- মায়া হায়েনা
- কিলবার্ন স্টুডিয়োর ভুতুড়ে ঘটনা
ভূমিকা
দু’বছর বিরতি দিয়ে বের হলো সত্য হরর কাহিনী সিরিজের নতুন বই। পাঠকদের এবং নিজের আগ্রহ থাকার পরও লিখতে দেরি হওয়ায় ক্ষমা চেয়ে নিচ্ছি। বরাবরের মত এবারও বিভিন্ন বই এবং ওয়েবসাইট ঘেঁটে লেখা হয়েছে ঘটনাগুলো। ইয়োরোপ-আমেরিকার ঘটনা যেমন আছে তেমনি আছে এশিয়া আর আফ্রিকার বিভিন্ন ভুতুড়ে কাহিনীও।
একটা কথা জানিয়ে রাখতে চাই, এ ধরনের ঘটনা বেশ কিছুটা অতিরঞ্জিত হয় অনেক সময়, কখনও আবার লোককাহিনী বা কিংবদন্তীর ছোঁয়াও লাগে। অর্থাৎ ইতিহাসের পাতা ঘেঁটে বের করে আনা এসব কাহিনী আগাগোড়া সত্যি এ দিব্যি দেয়া উচিত নয়। আমরা দিচ্ছিও না।
সবশেষে বলতে চাই, পাঠকদের মনে ভয়ের একটা অনুভূতি জাগিয়ে তোলাই এ কাহিনীগুলো সম্পাদনা ও রূপান্তরের উদ্দেশ্য। বইটি প্রকাশে উৎসাহ দেয়া এবং পাণ্ডুলিপির প্রয়োজনীয় সম্পাদনার জন্য টিংকু ভাইকে (কাজী শাহনূর হোসেন) ধন্যবাদ।
ইশতিয়াক হাসান
শান্তিনগর, ঢাকা।
Leave a Reply