অলৌকিক গল্পসমগ্র – শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
প্রথম সংস্করণ: ডিসেম্বর ২০১৭
প্রকাশক: আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
প্রচ্ছদ: সুদীপ্ত দত্ত
প্রকাশকের নিবেদন
শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্পসমূহের মধ্যে ‘ভূতজ্ঞানী’ বরদার গল্পসহ অন্যান্য অলৌকিক গল্পগুলি বিশেষ জনপ্রিয়। ১৯১৫ থেকে ১৯৬৫ পর্যন্ত সময়কালে বেশ কিছু অলৌকিক গল্প রচনা করেছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এগুলি শরদিন্দু অম্নিবাসের পঞ্চম খণ্ডে সংকলিত হয়েছে। ১৯৯৫ সালে বিষয় অনুসারে শরদিন্দুর লেখাগুলি বিন্যস্ত করার যে পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম, সেই অনুযায়ী এই গ্রন্থে শরদিন্দুর সমুদয় অলৌকিক গল্প, বিস্তারিত গ্রন্থপরিচয়সহ সংকলিত হল।
Leave a Reply