সৈকত মুখোপাধ্যায় – অর্কিড রহস্য
প্রথম প্রকাশ – জানুয়ারি ২০১৭
ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় কর্তৃক পত্রভারতী থেকে প্রকাশিত
প্রচ্ছদ অগ্নিভ সেন
অলংকরণ নচিকেতা মাহাতো
.
মনে আছে, আমার কাছে একটা গল্প
না শুনলে তোর ঘুম আসত না?
র্যাম্বোকে অপার ভালোবাসার সঙ্গে,
বাবা
.
ছোটবেলায় যেধরনের গল্প-উপন্যাস পড়তে ভালো লাগত, বড় হওয়ার পরে সেই ধরনের লেখাই লিখতে ইচ্ছে করে। সেই ইচ্ছে থেকেই বোধহয় বুধোদার উপন্যাসগুলোর জন্ম। অ্যাডভেঞ্চার, অলৌকিক আর অপরাধের টানাপোড়েনে বোনা এই উপন্যাস তিনটে লিখতে লিখতে আমি আমার চোখ গোল-গোল করা, মাথার চুল খাড়া হয়ে যাওয়া কিশোরবেলায় ফিরে গিয়েছিলাম।
তিনটে উপন্যাস বেরিয়েছিল তিনটে জনপ্রিয় কিশোরসাহিত্য-পত্রিকার শারদীয়া কিংবা বিশেষ সংখ্যায়। বেরোনোর পর পাঠক-পাঠিকাদের প্রতিক্রিয়া থেকে মনে হয়েছিল, আমার লিখতে যেমন ভালো লেগেছিল তাঁদের পড়তেও তেমনি ভালো লেগেছে। কিন্তু তিনটে আলাদা আলাদা সাময়িকপত্রে বেরোনোর ফলে কোনও পাঠক পড়েছেন একটা উপন্যাস, কোনও পাঠক দুটো। খুব কম লোকেই সবগুলো লেখা জোগাড় করতে পেরেছিলেন। তাঁদেরই দাবি ছিল বুধোদার তিনটে উপন্যাসকে এক মলাটের মধ্যে নিয়ে আসার।
পাঠকদের সেই ইচ্ছেকেই রূপ দিলেন পত্রভারতীর কর্ণধার শ্রীত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
যাঁকে প্রকাশ্যেই অগ্রজ মানি, তাঁকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ দিলে খারাপ দেখায়। তাই সেই চেষ্টা থেকে বিরত থাকলাম।
একই কথা পত্রভারতী সংস্থায় কর্মরত অন্যান্য ভাইবোনেদের সম্বন্ধেও। শুধু এইটুকু বলি, বইটাকে যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করার জন্যে তাঁরা যে পরিশ্রম করেছেন তা ভুলবার নয়।
সৈকত মুখোপাধ্যায়
সল্টলেক
১লা ডিসেম্বর, ২০১৬
Leave a Reply