অবাঞ্ছিত উইল – কাসেম বিন আবুবাকার
প্রথম প্রকাশ – জুন ২০০৫
উৎসর্গ
পৌত্র ফরহাদ, ফিরোজ ও শাহরিয়ারকে
প্রথম প্রকাশের ভূমিকা
সৃষ্টিকর্তার অপার দান প্রেম-প্রীতি, এই উপন্যাসের নায়ক-নায়িকার মধ্যে অংকুরিত হয়েছিল। নায়কের মধ্যে তার শিকড় বিস্তার লাভ করলেও দুর্ভাগ্যক্রমে সামান্য একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে নায়িকার অংকুরিত বীজ ঘৃণা ও বিদ্বেষে পরিণত হয়। আবার এক অবাঞ্ছিত উইলের মাধ্যমে কিভাবে তাদের মিলন হল তারই বাস্তব ঘটনা নিয়ে এই উপন্যাস। আর একটা জিনিস এই কাহিনীর মুখ্য, ধর্মীয় জ্ঞান ও তার অনুশীলন যে মানুষকে মঞ্জিল- মকসুদে পৌঁছে দেয়, এই উপন্যাস তারই এক জ্বলন্ত দৃষ্টান্ত।
ওয়াস সালাম-
লেখক
১ই চৈত্র ১৯৯৮
১৮ই রমজান ১৪১২
২৩ শে মার্চ ১৯৯২
কিছু কথা
পূর্বে প্রকাশিত প্রকাশকের সঙ্গে চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবারে বইটির পঞ্চম সংস্করণ আফসার ব্রাদার্স থেকে প্রকাশ করা হল। বিগত সংস্করণগুলোতে বানান, শাব্দিক ও ভাষাগত ভুল-ত্রুটি ছিল। এই সংস্করণে সবকিছু সংশোধন, পরিবর্তন ও পরিবর্ধন করে এবং নতুন প্রচ্ছদে প্রকাশিত হল।
ওয়াস সালাম
০১/০৬/০৫ইং
(১) “নামাযের পাবন্দী করুন; নিশ্চয় নামায নির্লজ্জ ও অশোভনীয় কাজ হইতে বিরত রাখে।” –আল কুরআন ও সূরা-আনকাবুত, আয়াত-৪৫, পারা-২১
(২) রসুলুল্লাহ (দঃ) বলিয়াছেন, “আল্লাহ যাহার মঙ্গল ইচ্ছা করেন, তিনি তাহাকে বিপদ-আপদ দেন।” –বর্ণনায় : আবু হোরায়রা (রাঃ)-বুখারী
(৩) “ধর্মহীন বিজ্ঞান খোঁড়া আর বিজ্ঞানহীন ধর্ম অন্ধ।” –বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন
Leave a Reply