অন্যমনস্ক – জুনায়েদ ইভান
প্রথম প্রকাশ : ফেব্রুয়ারি ২০২২
উৎসর্গ
আম্মুকে।
মহান আল্লাহ্ তোমাকে দীর্ঘায়ু করুক।
.
দায়…
আমার দায়বদ্ধতা আমাকে মুক্ত করে পাপ থেকে
কিন্তু আমার পাপ বন্দি করে আমাকে;
নানান লোভনীয় কায়দায়।
আমি লোভী না, কিন্তু আমার লোভ হয়,
সুখের প্রতি।
আমার সুখ আমাকে নিয়ে চলে
পাপের কাছে।
আমি পাপী না, কিন্তু আমার দ্বারা পাপ হয়।
আমার পাপ তার পক্ষে সাফাই গাওয়ার
একটা যুক্তি খুঁজে নেয়।
কিন্তু আমার মুক্তি মেলে না।
সনাতন পদ্ধতিতে খুঁজে বেড়াই
ঈশ্বর প্রদত্ত হৃদয়ের মৌলিক চাহিদা।
যখন থেকে আমার পাপ আমাকে আর
আগের মতো সুখী করে না।
তখন থেকে আমার দায়বদ্ধতা আমাকে
মুক্ত করে পাপ থেকে।
ভূমিকা
বইটি লেখার সময় অনেক তুচ্ছ থেকে তুচ্ছতর বিষয় নিয়ে পরিশ্রম করেছি। তার একটা নমুনা দিই। কোনো একটি গল্পে সংলাপের মধ্যখানে একটা লাইন এ রকম ছিল ‘আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে নিজেকে।’
অতঃপর বাক্যটি দ্বিতীয়বার পড়তে গিয়ে কোথায় যেন একটা ধাক্কা খেলাম। যেন একটি গাড়ি চলছে মসৃণ রাস্তা দিয়ে। হঠাৎ করে বিশাল এক গর্ত। গর্তটা এমন যে চোখ এড়িয়ে যায়, কিন্তু একবার পা ফেললে বিপদ।
আমি বাক্যটির শব্দ গঠনে মন দিই। ব্যাকরণঘটিত ভুল আছে কিনা, এসব উচ্চবর্গীয় বিষয় পাশ কাটিয়ে আমি কেবল বাক্যটিকে পরখ করে দেখি। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোনো বস্তুকে প্রায় ১০০ থেকে ৪০ লক্ষ গুণ বড় দেখা যায়। আমার পাগলামি সেই সব হিসাব ছাপিয়ে শেষমেশ সমস্যার শেকড়ে গিয়ে পৌঁছায়।
‘আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে নিজেকে।’
এখানে ‘নিজেকে’ শব্দটি দুবার এসেছে।
অতঃপর খাতা কলম নিয়ে কাটাছেঁড়া করা-সেটা কতখানি শিশুসুলভ আর কতখানি কবিসুলভ; সেই প্রশ্নের উত্তর দিতে গেলে প্রসঙ্গ বদলে যাবে।
সূচিপত্র
- নিয়ার ডেথ মোমেন্ট-কেস স্টাডি ৫
- নিখোঁজ বিজ্ঞপ্তি…
- সাবজেক্ট < অবজেক্ট
- স্ক্রিপ্ট রাইটার : প্রথম পর্ব
- মনোরথের কিছু একটা
- একটি আবাসিক হোটেল
- ডেথ সার্টিফিকেট…
.
ভয়ের ছায়া অনেক বড়, কিন্তু প্রকৃতপক্ষে সে নিজেই ছোট। (সংগৃহীত)
অন্ধকারকে অভিশাপ দেওয়ার চেয়ে একটু মোমবাতি জ্বালানো ভালো। (সংগৃহীত)
মো: নাছির উদ্দীন নিরব
বইটি পড়তে খুব ভালো লেগেছে অনেক কিছু জানতেও পেরেছি ।
লেখককে নিয়ে কিছু বলার নাই! শুধু বলবো আমরা আপনার কাছ থেকে আরো অনেক কিছু জানতে চাই এবং শিখতে চাই !