অন্ধকারের গল্প – অভীক সরকার
প্রথম প্রকাশ: ফেব্রুয়ারি, ২০২২
প্রচ্ছদ – কৃষ্ণেন্দু মণ্ডল
অলংকরণ – সুমন্ত পাল
.
‘অন্ধকারের গল্প’ লেখকের নবম বই। যে ছয়খানি গল্প নিয়ে এই ক্ষুদ্র সংকলনটি রচিত, তার প্রায় প্রতিটিই কোনও না কোনও ম্যাগাজিন, ওয়েবজিন অথবা কোনও সংকলনে পূর্বপ্রকাশিত। গল্পগুলি ভয়ের না, ভূতের না, যে আদিম জান্তব বোধ মানুষের মাথার মধ্যে ক্রমাগত অন্ধকারের উর্ণা বুনে চলে, গল্পগুলি সেই বোধের খোঁজ করে চলে। তাই মানুষের মনের কোণে লুকিয়ে থাকা আদিম বিষন্নতা আর অসহায়তা মিশে থাকে প্রতিটি গল্পের পরতে। আসুন পাঠক, সেই অন্ধকারের বহমান নদীতে ডুব দিই।
.
অভীক সরকারের জন্ম ১৯৭৯-এ, হাওড়ায়। বর্তমান নিবাস কলকাতা। অভীক সরকার পেশায় সেলসম্যান, নেশায় লেখক। লেখালিখির সূত্রপাত ফেসবুকে। প্রকাশিত বই “এবং মার্কেট ভিজিট,” “তিতির পাখি ও প্রিন্সেস,” “এবং ইনকুইজিশন,” “খোঁড়া ভৈরবীর মাঠ,” “পেতবন্ধু”, কাউরীবুড়ির মন্দির”, “মিত্তিরবাড়ির গুপ্তধন,” এবং “চক্রসম্বরের পুঁথি।” পছন্দের বিষয় ইতিহাস, প্রবন্ধ, ধর্মতত্ত্ব, থ্রিলার ইত্যাদি। আর ভালোবাসেন ইস্টবেঙ্গল এবং ইয়ারবন্ধু এবং ইলিশ।
Leave a Reply