অতীন বন্দ্যোপাধ্যায়ের নির্বাচিত গল্পসংগ্রহ
প্রাককথন
মুহূর্তকথা অতীন বন্দ্যোপাধ্যায়ের গল্প সংগ্রহ-এ আছে এক জীবনের অনেক কথা। গল্পগুলির ঘ্রাণে আছে লেখকের নিজস্ব বোধ, ঐতিহ্য এবং অহমিকা। এই সব গল্পে লেখককে চেনা যায় আলাদা এক বিশ্ব থেকে। গল্পগুলির এই গুণই পাঠককে আলাদা বিশ্বদর্শনে, মুগ্ধতায় বিস্মিত করতে পারে। ‘নির্বাচিত’ এই শব্দ ব্যবহারে সেভাবে আলাদা কোনো ব্যঞ্জনা তৈরি করে না, আবার কখনও কখনও মনে হতে পারে লেখকের অন্তর্গত দাহ থেকে এই সব গল্পের জন্ম।
Leave a Reply