অতল জলের শহর – অদ্রীশ বর্ধন
স্যার আর্থার কন্যান ডয়াল বিরচিত ‘দ্য ম্যারাকট ডিপ’ কাহিনির ভাবানুবাদ
ফ্যানট্যাস্টিক ও কল্পবিশ্ব পাবলিকেশনস যৌথ প্রয়াস
প্রথম প্রকাশ: জুলাই ২০২০
প্রচ্ছদ চিত্র: ভি. ফেডোটভ ও রেনে জিফে
প্রচ্ছদ রূপায়ণ ও বর্ণশুদ্ধি: সুদীপ দেব
.
প্রকাশকের কথা
বাংলা কল্পবিজ্ঞানের বয়স নেহাত কম নয়। তবে নিঃসন্দেহে তা এক নতুন গতি পেয়েছিল ১৯৬৩ সালে, অদ্রীশ বর্ধন সম্পাদিত ‘আশ্চর্য’ পত্রিকার হাত ধরে। কালের নিয়মে আজ বিস্মৃতির অন্তরালে সেই সুবর্ণ যুগের অনেক কিছুই। বাংলা কল্পবিজ্ঞানের হারানো অতীতকে নতুন করে ফিরিয়ে আনতে বদ্ধপরিকর কল্পবিশ্ব প্রকাশনী। আমাদের উদ্দেশ্য শুধু নতুন লেখক, নবীন প্রতিভাকে সামনে আনাই নয়। কল্পবিজ্ঞানের ঐতিহ্যকে পাঠকের সামনে তুলে ধরাও আমাদের স্বপ্ন।
‘অতল জলের শহর’ একটি কল্পবিজ্ঞান অ্যাডভেঞ্চার কাহিনি। এটি স্যার আর্থার কন্যান ডয়েলের লেখা ‘ম্যারাকট ডিপ’ উপন্যাসের ভাবানুবাদ। মূল উপন্যাসটি প্রথমে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল ‘স্ট্র্যান্ড ম্যাগাজিন’-এর পাতায় ১৯২৭ সালের অক্টোবর মাস থেকে ১৯২৮ সালের ফেব্রুয়ারি মাস অবধি। উপন্যাসটির শেষাংশ ওই ম্যাগাজিনেই প্রকাশিত হয়েছিল ‘দ্য লর্ড অব দ্য ডার্ক ফেস’ নামে ১৯২৯ সালের এপ্রিল ও মে মাসে। ২০০৮ সালে অদ্রীশ বর্ধনের কলমে উপন্যাসটির প্রথম বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছিল শারদীয়া শৈবভারতী পত্রিকায়। এবার বাংলা কল্পবিজ্ঞানের আগ্রহী পাঠকদের জন্যে পত্রিকার পাতা থেকে উপন্যাসটি বই আকারে প্রকাশ করা হল। ফ্যান্টাসটিক প্রকাশনের সঙ্গে যৌথভাবে বইটি প্রকাশের দায়িত্ব নিতে পেরে আনন্দিত কল্পবিশ্ব। বই প্রকাশের দায়িত্ব ও অনুমতি দেওয়ার জন্যে অদ্রীশ বর্ধনের পুত্র অম্বর বর্ধনের কাছে আমরা কৃতজ্ঞ। বইয়ে ব্যবহৃত ছবিগুলি রেনে জিফে এবং অ্যান্টন ও. ফিশারের আঁকা।
আশা করি, কল্পবিশ্ব ও ফ্যান্টাসটিকের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘কল্পবিশ্ব ক্লাসিকস’-এর অন্তর্গত এই কল্পবিজ্ঞান উপন্যাসটি কল্পবিজ্ঞানের ইতিহাসের পাতায় যোগ্য সমাদর পাবে। পাবে পাঠকের অপার ভালোবাসা।
প্রকাশক
জুলাই ২০২০
Leave a Reply