অগ্রপথিকেরা – সৌমিত্র চট্টোপাধ্যায়
Agrapathikera, a collection of articles by soumitra Chattopadhyay
প্রথম প্রকাশ – মাঘ ১৪১৬, জানুয়ারি ২০১০
প্রচ্ছদ – দেবব্রত ঘোষ
প্রকাশক – অরুণকুমার ঘোষ
আজকাল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
.
.
ভূমিকা
‘অগ্রপথিকেরা’ প্রকাশ হওয়ার সময়ে একটা ভূমিকা না লিখলেও চলত। কারণ এই সঙ্কলনে প্রথম যে-দুটি লেখা স্থান পেয়েছে ‘অভিনয়ের ইতিহাস হারিয়ে যাবে কেন’ এবং ‘পরিচালকের ছবি, ছবির অভিনেতা’, এই দুটিকেই একভাবে দেখলে এই বইয়ের ভূমিকা হিসেবে গ্রাহ্য করা যায়।
বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রধানত আমার থেকে আগে আসা অভিনেতৃবর্গকে নিয়ে আমার লেখাগুলি একত্রিত করার চেষ্টা হয়েছে এই বইতে। এমন দু-একজন আছেন যাঁরা নিক্তির মাপে আমার আগে এই পেশায় আসেননি বটে, তবে কৃতিত্বের দাবিতে সচ্ছন্দে তাঁরা অগ্রপথিকের মর্যাদা পেতে পারেন। এমন ভাবনা থেকেই বইটির নামকরণ করা হয়েছে।
অনেকের সম্পর্কে লেখা হয়ে ওঠেনি, আবার অনেককে কোনও সময়ে একটা লেখার মধ্যেই স্থান দিয়েছি। কারও কারও সম্পর্কে একাধিক লেখাও লিখতে হয়েছে। সময় ও সুযোগ পেলে হয়ত অনেকের সম্পর্কে পরে লিখতেও পারি।
আমি একেবারেই গোছানো লোক নই, তাই বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন পত্রপত্রিকার সুষ্ঠু সংরক্ষণ করতে পারিনি। এই বইয়ে অন্তর্গত হল না অথচ একই বিষয়ভাবনায় রচিত আরও লেখা থাকতে পারে। সেগুলোর উদ্ধার সম্ভব হলে ভবিষ্যতের সংস্করণে সেগুলি সন্নিবিষ্ট হবে আশা রাখলাম।
সৌমিত্র চট্টোপাধ্যায়
গল্ফগ্রিন, ১ জানুয়ারি ২০১০
Leave a Reply