অগোচরা – মোহাম্মদ নাজিম উদ্দিন
প্রথম প্রকাশ : জুন ২০২৩
প্রচ্ছদ : জাহিদ জামিল
.
কিছু কথা
‘অগোচরা’ লিখেছিলাম ছোটভাই এবং লেখক বাপ্পী খানের অনুরোধে। ওরা তখন থ্রিলার জার্নাল নামের একটি ম্যাগাজিন বের করছে, সেখানে আমাকে একটা গল্প দিতে বলল। নানান ব্যস্ততার কারণে সময় পাচ্ছিলাম না, বার বার ডেটলাইন মিস হয়ে যাচ্ছিল। এক পর্যায়ে বাপ্পী বলে বসলো, আমি যতোদিন গল্প না দেবো ততদিন তারা ‘জার্নাল’টা বের করবে না।
ল্যাপটপ নিয়ে বসলাম কিন্তু মাথায় অনেক গল্পের প্লট থাকলেও কোনোটাই লিখতে ইচ্ছে করলো না। কিছুক্ষণ বসে থাকার পর হুট করেই এই গল্পটা লিখতে শুরু করলাম। ভেবেছিলাম পাঁচ-ছয় পৃষ্ঠার হবে; লিখতে লিখতে কখন যে বিশাল বড় আকারের হয়ে গেল, টেরই পাইনি। গুণে দেখি পঞ্চাশ পৃষ্ঠারও বেশি, অথচ গল্পটা তখনও অর্ধেক লেখা হয়নি! মুশকিলে পড়ে গেলাম। গল্পটাকে দুই পর্বে ভাগ করার পরও ত্রিশ পৃষ্ঠার কাছাকাছি হয়ে গেল। কয়েক বার ড্রাফট করার পর আর কোনোভাবেই ছোট করা সম্ভব হলো না। বাপ্পীকে সমস্যাটার কথা বলতেই সে উৎফুল-এরকম বড় আকারের গল্প পেলে নাকি একটু বেশিই খুশি হবে তারা!
থ্রিলার জার্নাল-এ অগোচরা প্রকাশ হবার প্রায় সঙ্গে সঙ্গেই আরেক ছোটভাই, লেখক এবং নির্মাতা সিদ্দিক আহমেদ জানালো, সে এটাকে নিয়ে ওয়েব-ফিল্ম কিংবা সিরিজ বানাতে চায়। ওর আগ্রহ দেখে ওকে মৌখিকভাবে অনুমতি দিয়ে দিয়েছিলাম। কিন্তু কভিড চলে এলে দুয়েকটা বছর সঙ্কটের মধ্য দিয়েই কেটে গেল। সবকিছু আগের মতো স্বাভাবিক হতেই কাজ শুরু হলো সেই ওয়েব-সিরিজটির। খুব শীঘ্রই দেশের অন্যতম একটি ওটিটি প্ল্যাটফর্ম থেকে মুক্তি পাবে ‘অগোচরা’।
এর আগে জনপ্রিয় ইবুক প্ল্যাটফর্ম ‘বইঘর’ অ্যাপসের রনি যোগাযোগ করলো অগোচরা’র ইবুক প্রকাশ করার জন্য। সেটাও গত বছরের শেষের দিকে প্রকাশিত হয়েছে ‘বইঘর এক্সক্লুসিভ’ হিসেবে।
কিন্তু এতদিনে আমি ভুলেই বসেছি, অগোচরা’র গল্পটি বই আকারে প্রকাশ করা হয়নি। তাই সিদ্ধান্ত নিলাম ওয়েব- সিরিজের মুক্তির আগেই ‘অগোচরা’র পূর্ণাঙ্গ গল্পটি বই আকারে প্রকাশ করবো।
স্নাইপার-এর বাংলা প্রতিশব্দ হিসেবে ‘অগোচরা’ ব্যবহার করেছি। আশা করি পাঠক গল্পটি উপভোগ করবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
– মোহাম্মদ নাজিম উদ্দিন
জুন, ২০২৩
.
উৎসর্গ :
আমার সকল কৃতঘ্নকে…
এরা না থাকলে জীবনে বাড়তি কোনো চ্যালেঞ্জ থাকে না!
Arifa Akter Swapna
Er porer part gulo koi?
বাংলা লাইব্রেরি
এই বইটার ৩৬ অধ্যায় পর্যন্ত আছে লাইব্রেরিতে। এর পরে আর কোনো পার্ট বের হয়েছে কি না, জানা নেই।