হোটেল গ্রেভার ইন – হুমায়ূন আহমেদ
প্রথম প্রকাশ – ১৯৮৯
প্রচ্ছদ – ওবায়দুল ইসলাম
[হোটেল গ্রেভার ইন বাংলাদেশের কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ’র লেখা ভ্রমণ কাহিনী। তিনি পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য আমেরিকার ফার্গো সিটিতে অবস্থানকালে তার কিছু অভিজ্ঞতার কথা বইটিতে তুলে ধরেন। এটি মূলত আমেরিকানদের বিদেশিদের প্রতি আচরণের উপর লেখা হয়েছে। এছাড়াও বইটিতে হুমায়ূন আহমেদের পারিবারিক জীবনের কিছু বিষয় পরিলক্ষিত হয় এবং বইটিতে তার রসিকতার সম্ভার দেখা যায়। – উইকি]
Leave a Reply