বৃষ্টিমহল ২ – ওয়াসিকা নুযহাত
প্রথম প্রকাশ – একুশে গ্রন্থমেলা ২০২১, ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
.
উৎসর্গ
সাহিত্যপ্রিয় আধুনিক মনস্ক পাঠকের জন্য
.
‘তুই বন্ধু হয়ে আমার হাতটা ছুঁলে
আমি এ বিশ্ব সংসার যাব ভুলে,
ভুলব সব ভুল অংকের ভুল উত্তর
শত দুঃখ বেদনা আর কষ্টের প্রহর!
তুই বন্ধু হয়ে থাকলে আমার পাশে
আমি কষ্ট গিলে খাই এক নিশ্বাসে!
তুই কাছে আয়, দূরে চলে যাই চল
তোর জন্য গড়েছি স্বপ্নের বৃষ্টিমহল!’
Tasmia Tanjum Shrabony
ওয়াসিকা নুযহাত আপুর অন্য বইগুলো আনার চেষ্টা করবেন, প্লিজ।