দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা।
তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে ধরা দেয়না।
সে মানুষ চেয়ে চেয়ে ঘুরিতেছি পাগল হয়ে,
মরমে জ্বলছে আগুন আর নিভেনা,
এখন বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচেনা।
পথিক আর ভেবো নারে, ডুবে যাও রূপ-সাগরে
নিরলে ব\’সে কর তার যোগ-সাধনা,
একবার ধরতে পেলে মনের মানুষ, চ\’লে যেতে আর দিওনা।।
——————-
বাউল ।। তাল-দাদরা।।
ঘুরিতেছি – কথান্তর–\”ঘুরিছে\”।
একবার – কথান্তর–\”এবার\”।
–মঞ্জুরী ক্ষেপীর কাছ থেকে সংগৃহীত।
গানটি পূর্ণদাস বাউলের পিতা ক্ষ্যাপা নবনী দাস (বীরভূম) গাইতেন। রবীন্দ্রনাথ গানটির সুর \”গীতবিতানে\” \”রূপসাগরে ডুব দিয়েছি অরূপরতন আশা করি\” গানটিতে চিরায়ত মর্যাদা দিয়েছেন।
Leave a Reply