হিমাদ্রীকিশোর দাশগুপ্ত – ভারতীয়-বাঙালি লেখক। তিনি ১৯৭৩ সালের ১৭ই মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কাঁচড়াপাড়ায় এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের মে মাসে হিমাদ্রিকিশোর পশ্চিমবঙ্গ সরকারের ‘শিশু কিশোর অ্যাকাডেমি’র পক্ষ থেকে কালো ঘুড়ি বইয়ের জন্য “উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কারে” সম্মানিত হন।