গজেন্দ্রকুমার মিত্র – একজন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক, প্রকাশক ও অনুবাদক। জন্ম: ১১ নভেম্বর ১৯০৮ – মৃত্যু: ১৬ অক্টোবর ১৯৯৪। বন্ধু সুমথনাথ ঘোষের সাথে ১৯৩৬ সালে তৈরি হয় মিত্র ও ঘোষ প্রকাশনা সংস্থা। কলকাতার কাছেই, উপকণ্ঠে, পৌষ-ফাগুনের পালা–এই ট্রিলজিকে আধুনিক বাংলা কথাসাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য উপন্যাস বলে গণ্য করা হয়। পৌষ-ফাগুনের পালা ১৯৬৪ সালে রবীন্দ্র পুরুস্কার পায়।