কৌটিল্য / চাণক্য / বিষ্ণুগুপ্ত / মল্লনাগ / বাৎস্যায়ন – প্রাচীন ভারতীয় অর্থনীতিবিদ, দার্শনিক রাজ-উপদেষ্টা, গ্রন্থ রচয়িতা। সময়কাল খ্রিস্টপূর্ব ৩৭৫-২৮৩ অব্দ। হেমচন্দ্রের ‘অভিধান-চিন্তামণি’ গ্রন্থে বলা হয়েছে–
‘বাত্স্যায়নো মল্লনাগঃ কৌটিল্যশ্চণকাত্মজঃ।
দ্রামিলঃ পক্ষিল্যস্বামী বিষ্ণুগুপ্তোহঙ্গুলশ্চ সঃ ॥’
‘পক্ষিল’ নাম হয়েছে চাণক্য তার্কিক ছিলেন বলে। রাজনীতিবিদ হওয়ার কারণে তিনি ‘কৌটিল্য’। জোতির্বিদ্যার গ্রন্থে তাঁর নাম ‘বিষ্ণুগুপ্ত’। কামশাস্ত্রের গ্রন্থে নাম ‘বাৎস্যায়ন’। নীতিশাস্ত্রের গ্রন্থে নাম ‘চাণক্য’। বিরাট যোদ্ধা হিসেবে নাম হয়েছে ‘মল্লানাগ’। ‘অঙ্গুল’ শব্দের পরিবর্ত পাঠ ‘আশুল’। তার অর্থ বলবান বৃষষ্কন্ধ প্রভৃতি হতে পারে। তার ডাক নাম ছিল খণ্ডদৎ।