আলেকজান্ডার ডুমাস / আলেকজান্ডার ডুমা / আলেক্সঁদ্র দ্যুমা / আলেকজান্ডার দ্যুমা – বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক। পুরো নাম দ্যুমা দাভি দ্য লা পাইয়্যত্রি। আলেকজান্ডার দ্যুমা’র জন্ম ২৪ জুলাই ১৮০২। তার পিতা ছিলেন নেপোলিয়ান বোনাপার্টের সৈন্যদলের সেনাপতি। শেক্সপীয়ারের ‘হ্যামলেট’ নামক নাটকটি দেখার পর দ্যুমা লেখালেখিতে উদ্বুদ্ধ হন। ওই সময় কিছু নাটক ও ভ্রমণ কাহিনি লেখেন। ১৮৪৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’ প্রকাশিত হবার পর তিনি রাতারাতি বিখ্যাত হয়ে যান। এরপর তাঁর ‘দি কাউন্ট অব মান্টিক্রিসটো’ বিশ্বসাহিত্যে আবার আলোড়ন ফেলে। ঐতিহাসিক চরিত্রগুলোকেই তিনি জীবন্ত করে তুলতেন। ৫ ডিসেম্বর ১৮৭০ সালে নিঃসঙ্গ ও কপর্দকহীন অবস্থায় এই বিখ্যাত সাহিত্যিক মৃত্যুবরণ করেন।