রক্তভারাতুর
পিয়াস মজিদ
অলীক কুমোর শিল্প ফেলে বানায় আমার সোনালি রুপালি সবুজ কবর। আর দিকে দিকে কেমন তমসা জ্বলে! পাহাড়ের পানে হেঁটে যায় বনবাঈ। তার চুলের ভাঁজে কত লুপ্ত মৃগয়া। সেই সব আদি-শিকারের রক্তে ভাসমান আমি এক স্মৃতিভারাতুর কঙ্কাল; দেখি-ঊষার প্রহারে খান খান তুমি রহস্যজর্জর সুদীর্ঘ রাত্রি
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ০৩, ২০০৯
Leave a Reply