রাধাকৃষ্ণপালা অথবা নদীর আখ্যান গল্পগ্রন্থের লেখক মোসাদ্দেক আহমেদ। তাঁর গল্পের চরিত্রগুলো উপেক্ষিত জনজীবনের প্রতিনিধি, যারা সবচেয়ে পরিশ্রমী ও প্রান্তিক। তাঁর গল্পের ভাষায় অনাবশ্যক মেদ নেই। জীবনের গতিশীলতা এবং চিন্তার পরিচ্ছন্নতাকে তিনি মানুষের দৈনন্দিন ভাষায় তুলে ধরেন। এ গ্রন্থে ১৩টি গল্প রয়েছে। গল্পের নামকরণে লেখক কবিতামুখী-‘নিষ্ফল ক্রোধের সাধারণ গণিত’, ‘পৃথিবীর সব গল্প কীটের মতন’, ‘রঙছুট ক্যানভাসে গুটিকয়েক মানুষ’, ‘জ্যোৎস্মার স্মিগ্ধতায় বারবার গুলির আওয়াজ’, ‘যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ’ ইত্যাদি। এসব নাম জীবনানন্দ প্রভাবিত। এসব গল্পে লেখকের জীবনাভিজ্ঞতা গভীরতর হয়েছে বলে মনে হয়। মোসাদ্দেক আহমেদ তাঁর গল্পে অনুপস্থিত নন। চরিত্রগুলোকে তিনি চৈতন্যের গভীর থেকে নির্মাণ করলেও অভিজ্ঞতার উষ্ণতায় তারা জীবন পায়। প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশ। ৮০ টাকা।
তারেক রেজা
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ডিসেম্বর ০৫, ২০০৮
Leave a Reply