মুক্তিযুদ্ধের রক্তচিহ্ন ধারণ করে আছে সমগ্র বাংলাদেশ। স্বাধীনতার সত্যিকার ইতিহাস থেকে দৃষ্টি সরানোর নানা তৎপরতায় আমরা আজ বিভ্রান্ত। এ রকম একটা সময়ে পাকিস্তানের দোসর দালাল, রাজাকার, আলবদর, আলশামস প্রভৃতি বাহিনীর হিংস্রতার প্রকৃত চিত্র তুলে ধরেছেন জয়দুল হোসেন। মুক্তিযুদ্ধের ্নারকচিত্র নির্যাতন ও গণহত্যা গ্রন্থে লেখক বাহ্মণবাড়িয়ায় সংঘটিত নির্যাতন ও গণহত্যার সংক্ষিপ্ত কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করেছেন। তিনি প্রত্যক্ষদর্শীর বর্ণনার ভিত্তিতে একাত্তরের গৌরবদীপ্ত ইতিহাসের অনালোকিত অধ্যায়ে দৃষ্টি দিয়েছেন। মুক্তিযুদ্ধ সম্পর্কে ‘যিনি যতটুকু জানেন, তাঁর দায়িত্ব ততটুকু সকলকে জানানো’। এই দায়িত্ববোধই তাঁকে এমন শ্রমসাধ্য কাজে অনুপ্রাণিত করেছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের শহর-বন্দর-গ্রাম-জনপদের বিকৃত-বীভৎস রূপ বি্নৃত হলে ভবিষ্যৎ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মাতৃভূমি পুনর্গঠনে এগিয়ে আসবে না। জয়দুল হোসেন এ গ্রন্থে একটি বিশেষ অঞ্চলের নারকীয়-অত্যাচার ও ধ্বংসযজ্ঞ, গণহত্যা ও নারীনির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিলেও যুদ্ধকালীন পুরো দেশকেই এই বর্ণনার দর্পণে দেখে নেওয়া যায়। এ গ্রন্থে মুক্তিযুদ্ধের নানা ঘটনা ও রণক্ষেত্রের সঙ্গে পাকিস্তানী হত্যাকাণ্ড এবং মুক্তিকামী বাঙালির সাংগঠনিক তৎপরতার ১৬টি দুর্লভ আলোকচিত্র সংযোজিত হয়েছে। প্রকাশক রিদম। ১০০ টাকা।
তারেক রেজা
সূত্রঃ প্রথম আলো, ডিসেম্বর ডিসেম্বর ০৫, ২০০৮
Leave a Reply