রবীন্দ্রনাথ
কাইয়ুম চৌধুরী
অবনঠাকুরের সেই ছবিটি
একতারা হাতে আলখাল্লা গায়ে
রবীন্দ্রনাথ নেচে চলেছেন
বাউলের সুরে একঠায়ে।
লালনকে অনুভবে নিয়েছিলেন রবীন্দ্রনাথ
তাঁর উদাস সুরে গানে গানে,
উত্তাল পদ্মার বিশাল চরে—
আপন করে, জীবনদর্শনে
তাই হেরি তাই সকল খানে।
সেই কুঠিবাড়ি হারিয়েছে তার বৈভব
হারিয়েছে তার রং
শিলাইদহ হারাচ্ছে তার গৌরব
মর্মাহত তার বিমুগ্ধ গুণমুগ্ধ
রবীন্দ্রনাথ কি ভেবে বলেছিলেন কিসের টানে
আমার প্রাণের মানুষ আছে প্রাণে।
সূত্র: দৈনিক প্রথম আলো, জানুয়ারি ০৭, ২০১২
Leave a Reply