জলমগ্ন মাঠের পর মাঠ।
উরু সমান জলে ডিঙি নাও পা টিপে টিপে চলে।
হ্যাজাকের আলোয় পরিষ্কার দেখা যায়
ধানগাছের মুথা,
ঘোড়াঘাস, ব্যাঙের ডুবসাঁতার,
সাপেদের ত্রস্ত পালিয়ে যাওয়া-
কেমন টাসকি খেয়ে থির হয়ে আছে দলবদ্ধ মীন।
আমি ঝপাঝপ কোঁচ চালাই।
ডিঙি নাওয়ের আলকাতরা হেসে ওঠে রুপালি ধারায়।
কোঁচ চালাই ডায়ে-বাঁয়ে-
সহসা দেখি কোঁচের ফলায় কঁকিয়ে ওঠে ভ্রূণ,
গত রাতে গোপনে আমিই তাকে ফেলে গিয়েছিলাম।
সূত্রঃ দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৬, ২০০৮
Leave a Reply