তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে
একবার নাচো মা, একবার নাচো মা
(একবার) নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে
একবার নাচো মা, একবার নাচো মা।
খুলে ফেলে মুণ্ডমালা পর দেখি মা বনমালা
(একবার) অসি ছেড়ে ধর দেখি মুরলী অধরে
একবার নাচো মা, একবার নাচো মা
আভরণ নর করো, খুলে পীতধরা পর
বাজুক চরণে নুপুর রুনুঝুনু স্বরে
একবার নাচো মা, একবার নাচো মা
নন্দরানীর নীলমণি হয়ে খাও মা সরলবনী
মা মা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে
একবার নাচো মা, একবার নাচো মা
***
কথা ও সুর : কালিকাপ্রসাদ ভট্টাচার্য
SUBRATA GHOSHAL
সুন্দর লিখেছেন
Nusrat Binta Ahasan
ব্যাপ নয় ব্যাপ্ত।বানানটি ঠিক করে দিন।
Tridib Bolar
How can I navigate to the next mantra
Bangla Library
দুঃখিত, উপনিষদ পুরোটা আমরা এখনও দিয়ে পারিনি।
Chandra Shekhar Chowdhury
উপনিষদের বিষয় বস্তু কি?
arakik360
কোনো গান পাবলিশ করতে হলে কিভাবে করবো?
বাংলা লাইব্রেরি
ইমেইল করতে পারেন।