ওয়াকিল আহমেদ তার লালন গীতি সংকলনে লালনের গানকে কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমনঃ আত্মতত্ত্ব বা মনতত্ত্ব, দেহতত্ত্ব, গুরুতত্ত্ব বা মর্শিদতত্ত্ব, প্রেমতত্ত্ব বা ভক্তিতত্ত্ব, সাধনতত্ত্ব, মানুষতত্ত্ব বা পরমতত্ত্ব, আল্লাতত্ত্ব বা নবীতত্ত্ব, কৃষ্ণতত্ত্ব বা গৌরতত্ত্ব এবং যেসব গানকে এসবের কোনো বিভাগে ফেলা যায়নি সেগুলো তিনি বিবিধ বিভাগে রেখেছেন। এভারগ্রীণ বাংলার বাংলা লাইব্রেরী সেকশনে এখন অবধি আত্মতত্ত্ব বা মনতত্ত্ব পুরোটা এবং দেহতত্ত্ব প্রায় পুরোটা আপলোড করা হয়েছে। পুরোটাই বাংলা ইউনিকোড-এ করা হয়েছে।
পূর্ববর্তী:
« লালন গীতি – দেহতত্ত্ব
« লালন গীতি – দেহতত্ত্ব
Dulal adhakari Shuvo
লালনের গানের পর্যাপ্ত সিডি চাই
Sarwar Islam Apu
yes
Masudur Rahamn
Thank for Lalan collection. Lalan are great singer and Faridaparvin also great with you.
shawon
how I upload all lalon songs?
AMIT CHAKRABORTY
খুব ই ই ভাল লাগল এ রখম একটা সাইট পেয়ে।
ধন্যবাদ
Prabir Acharjee
লব কুশ নামে হবে সীতার নন্দন।
উভয়ে শিভাবে তুমি বেদ রামায়ণ।।
Prabir Acharjee
এগার সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি।
পুত্রে রাজ্য গিয়া স্বর্গে করিবেন গতি।।
Piu Das
এতদিন পরে আর উত্তর পাওয়ার কোন প্রয়োজন বা ইচ্ছা আপনার আছে কিনা জানি না, কিন্তু মনে হল উত্তরটা দেওয়া দরকার। হিন্দুশাস্ত্র অনুসারে ১০৮টি নীলপদ্মে দেবী দুর্গার পূজা করলে মনস্কামনা পূর্ণ হতে বাধ্য। রামায়ণে আছে রামচন্দ্র রাবণবধের মানসে ১০৮ টি নীলপদ্মে দেবীর পূজার ব্রত নিয়েছিলেন। কিন্তু শেষপর্যন্ত ১০৬টির বেশি জোগাড় করতে পারেন নি। তখন নিজের নীলপদ্মতুল্য চোখদুটি উপড়ে তিনি দেবীর পূজা করেন। দেবী সন্তুষ্টা হয়ে তাঁর চোখদুটি ফিরিয়ে দেন এবং রাবণবধের উপায় বলে দেন। এখানেও এক দেবীর সন্তুষ্টি বিধায় আর নিজের মনোকামনা পূরণের ইচ্ছার কথা রয়েছে, সম্ভবত তাই ১০৮ পদ্মের কথা এসেছে। 🙂
Gunjali Nandy
asadharon uttor..