- মহাখালী ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?
- মহাখালী ফ্লাইওভারটি গাড়িচলাচল করার জন্য খুলে দেয়া হয়?
- মহাখালী ফ্লাইওভারের নির্মাণ ব্যয় কত?
- মহাখালী ফ্লাইওভারের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
- মহাখালী ফ্লাইওভারের ম্প্যানের সংখ্যা কতটি?
- মহাখালী ফ্লাইওভারের র্যাপের দৈর্ঘ্য কত?
- খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়?
- খিলগাঁও ফ্লাইওভারটি গাড়িচলাচল করার জন্য খুলে দেয়া হয়?
- খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ ব্যয় কত টাকা?
- খিলগাঁও ফ্লাইওভারের দৈর্ঘ্য ও প্রস্থ কত?
- খিলগাঁও ফ্লাইওভারের নির্মাণ প্রতিষ্ঠান কে?
- ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত ?
- ঢাকা কলকাতা বাস সার্ভিস চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
- ঢাকা কলকাতা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে?
- ঢাকা কলকাতা বাস সার্ভিস চালু হয়?
- ঢাকা কলকাতা বাস সার্ভিস বানিজ্যিক ভিত্তিতে চালু হয়?
- ঢাকায় ট্যাক্সি ক্যাব চালূ হয়?
- ঢাকা মহানগরীর পরিবেশ দূষন নিয়ন্ত্রণে পরিবেশ আদালত গঠন করা হয়?
- ঢাকা আগরতলা বাস সার্ভিস পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করে?
- ঢাকা আগরতলা বাস সার্ভিস বানিজ্যিকভিত্তিতে চালু হয়?
- বাংলাদেশের কয়টি আন্ডারপাস রয়েছে?
- রাজধানীতে টু স্ট্রোক ইঞ্জিন চালিত যানবাহন নিষিদ্ধ করা হয়?
- বাংলাদেশের বৃহত্তম সড়ক সেতু কোনটি?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে কবে?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর উদ্বোধন করেন কে কবে?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্মান কাজ শুরু হয়?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর নির্মান ব্যয় কত?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর স্প্যানের সংখ্যা কতটি?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর পিলার সংখ্যা কতটি?
- বঙ্গবন্ধু যমুনা সেতুর পাইলের সংখ্যা কতটি?
- বঙ্গবন্ধু যমুনা সেতু দৈর্ঘ্যে বিশ্বের কততম?
- সর্বপ্রথম যমুনা সেতু নির্মাণের দাবী কে উত্থাপন করেন?
- যমুনা সেতু নির্মাণে বঙ্গবন্ধু কবে জাপান সরকারের সহায়তা চান?
- প্রথম কবে, কোথায় রেল পথ বসানো হয়?
- রেলগাড়িতে প্রথম কি ইঞ্জিন বসানো হয়?
- উপমহাদেশে কবে প্রথম রেল পথ চালূ হয়?
- উপমহাদেশে রেল পথ চালু করেন?
- বাংলাদেশে কবে প্রথম রেল পথ বসানা হয়?
- ব্রিটিশ বাংলায় প্রথম রেলপথ বসানো হয় কোথায়?
- বাংলাদেশে প্রথম রেলপথ বসানো হয় কোথায়?
- কুষ্টিয়া পর্যন্তু রেলপথ চালু হয় কবে?
- গোয়ালন্দ ঘাট পর্যন্তু রেলপথ চালু হয়েছিল কবে?
- বাংলাদেশ রেলওয়ে কয়টি অঞ্চলে বিভক্ত?
- বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর কোথায়?
- বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর কোথায়?
- বাংলাদেশ রেলওয়ের পশ্বিমাঞ্চলীয় সদর দপ্তর কোথায়?
- বাংলাদেশ রেলওয়ের কতটি স্টেশন আছে?
- বাংলাদেশ রেলওয়ের কি কি ধরনের রেল লাইন আছে?
- বাংলাদেশে রেলওয়ের ন্যারো গেজ রেল পথ কোথায় ছিল?
- বাংলাদেশ রেলওয়ের কন্টেইনার সার্ভিস কবে চালু হয়?
- বাংলাদেশ ভু-খন্ডে প্রথম মিটার গেজ রেলপথ কোনটি?
- বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন কোনটি?
- ঢাকা-নারায়নগঞ্জ রেলপথটি কবে চালু হয়?
- বাংলাদেশের র্দীঘতম রেল সেতু কোনটি?
- হার্ডিজ ব্রীজের দৈর্ঘ্য কত?
- হার্ডিজ ব্রীজ চলাচলের জন্য উন্মূক্ত করা হয়?
- হার্ডিজ ব্রীজের প্রকৌশলী কে ছিলেন?
- বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেল সেতু কোনটি?
- ভৈরব ব্রীজের দৈর্ঘ্য কত?
- ভৈরব ব্রীজ কবে চলাচলের জন্য খুলে দেয়া হয়?
- কোন সড়ক সেতুতে রেল লাইন স্থাপন করা হয়?
- বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন সংস্থা কবে স্থাপিত হয়?
- বাংলাদেশের শিপিং কর্পোরেশন কবে চালূ হয়?
- বাংলাদেশের তেলবাহী জাহাজ কতটি?
- বাংলাদেশে প্রথম বানিজ্য জাহাজ কোনটি?
- বাংলাদেশের সামুদ্রিক বন্দর কয়টি?
- বাংলাদেশের প্রধান সামুদ্রিক বন্দর কোনটি?
- চট্টগ্রাম সমুদ্র বন্দর কত সালে প্রতিষ্ঠিত হয়?
- দেশে তৈরী প্রথম সমুদ্রগামী যাত্রীবাহী জাহাজ কোনটি?
- জাহাজটি কবে বানিজ্যিকভাবে চলাচল শুরু করে?
- বর্তমানে বাংলাদেশের স্থল বন্দর সংখ্যা কতটি ও কি কি?
- বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ কবে গঠিত হয়?
- বাংলাদেশের বেসামরিক বিমান সংস্থার নাম কি?
- বাংলাদেশ বিমানের প্রতীক কি?
- বাংলাদেশ বিমান সংস্থা কবে গঠিত হয়?
- বাংলাদেশ বিমানের অভ্যন্তরীন ফ্লাইট কবে চালু হয়?
- বাংলাদেশ বিমানের আন্তজাতিক ফ্লাইট কবে চালু হয়?
- দেশে বর্তমানে কতটি বিমান বন্দর রয়েছে?
- বাংলাদেশে কতটি আর্ন্তজাতিক বিমান বন্দর রয়েছে?
- জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর কবে চালু হয়?
- বাংলাদেশ বিমানের প্রথম মহিলা পাইলট কে?
- ককপিট কি?
- এয়ার লাইন কি?
- এয়ার লাইনার কি?
- বাংলাদেশে বেসরকারী হেলিকপ্টার চালনার অনুমোদন দেয়া হয়?
- বাংলাদেশে বেসরকারী হেলিকপ্টার সার্ভিস চালু হয?
- প্রধানমন্ত্রীর জন্য ব্যবহৃত হেলিকপ্টারটির নাম কি?
——————————–
- উঃ ১৯ ডিসেম্বর, ২০০১।
- উঃ ৪ নভেম্বর, ২০০৪।
- উঃ ১১৩ কোটি ৫২ লক্ষ টাকা।
- উঃ দৈর্ঘ্য – ৬৬৭.৭৪ মিটার ও প্রস্থ-১৭.৯০ মিটার।
- উঃ ১৯ টি।
- উঃ ১৭৭.৭১ মিটার।
- উঃ ২ জুন, ২০০১।
- উঃ ২৩ মার্চ, ২০০৫।
- উঃ ৮১.৭৫ কোটি।
- উঃ দৈর্ঘ্য – ১৯০০ মিটার ও প্রস্থ-১৪ মিটার।
- উঃ বাংলাদেশ ডেভেলপমেন্ট কনস্ট্রাকশন লিঃ।
- উঃ সাতক্ষিরা জেলায়।
- উঃ ১৮ ফেব্রুয়ারী, ১৯৯৯।
- উঃ ৬ এপ্রিল, ১৯৯৯।
- উঃ ৬ জুন, ১৯৯৯।
- উঃ ৯ জুলাই, ১৯৯৯।
- উঃ ৫ জুলাই, ১৯৯৮।
- উঃ ৪ মে, ১৯৯৭।
- উঃ ১ জুলাই, ২০০১।
- উঃ ১২ জুলাই, ২০০১।
- উঃ ৩ টি। গুলিস্তান, কারওয়ান বাজার ও গাবতলী।
- উঃ ১ সেপ্টেম্বর, ২০০২।
- উঃ বঙ্গবন্ধু যমুনা সেতু, ৪.৮ কি.মি.
- উঃ ১০ এপ্রিল, ১৯৯৪ (প্রধানমন্ত্রী খালেদা জিয়া)।
- উঃ ২৩ জুন, ১৯৯৮ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা)।
- উঃ ১৬ অক্টোবর, ১৯৯৪।
- উঃ মোট ৩৯৩৮.৫৫ কোটি টাকা।
- উঃ ৪৯ টি।
- উঃ ৫০ টি।
- উঃ ১২১ টি।
- উঃ তৎকালীন ১১ তম কর্তমানে ১২ তম।
- উঃ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
- উঃ ১৯৭৩।
- উঃ ১৮২৫ সালে, ব্রিটেনে।
- উঃ বাষ্পীয় ইঞ্জিন।
- উঃ ১৮৫৩ সালে।
- উঃ লর্ড ডালহৌসী।
- উঃ ১৮৬২ সালে।
- উঃ হাওড়া থেকে চুচুঁড়া পর্যন্তু।
- উঃ দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্তু।
- উঃ ১৬ ফেব্রুয়ারী, ১৮৬৪ সালে।
- উঃ ১৮৬৭ সালে।
- উঃ ২ টি। পূর্বাঞ্চল ও পশ্বিমাঞ্চল।
- উঃ ঢাকায়।
- উঃ চট্টগ্রামে।
- উঃ রাজশাহীতে (বর্তমানে ঢাকায়)।
- উঃ ৪৫৫ টি। (২০০৫ পর্যন্তু)
- উঃ ৩ ধরনের। ব্রড গেজ, মিটার গেজ ও মিশ্র গেজ।
- উঃ রূপসা থেকে মংলা পর্যন্তু (বর্তমানে বন্ধ)।
- উঃ ১৯৮৭ সালে।
- উঃ ঢাকা-নারায়নগঞ্জ।
- উঃ কমলাপুর স্টেশন, ৩০০০ ফুট/৯১৪ মিটার।
- উঃ ৪ জানুয়ারী, ১৮৮৫ সালে।
- উঃ হার্ডিজ ব্রীজ (পদ্ম নদীর উপর)।
- উঃ ১৬৪৩.৩৪ মিটার/৫৩৮৮ ফুট।
- উঃ ১৯১৫ সালে।
- উঃ স্যার রবার্ট উইলিয়ামস গেলস।
- উঃ ভৈরব সেতু (মেঘনা নদীর উপর)।
- উঃ ৯১৬ মিটার।
- উঃ ১৯৩৭ সালে।
- উঃ বঙ্গবন্ধু যমুনা সেতুতে।
- উঃ ১৯৫৮ সালে।
- উঃ ১৯৭২ সালে।
- উঃ ১২ টি।
- উঃ বাংলার দুত।
- উঃ ২ টি। চট্টগ্রাম ও মংলা।
- উঃ চট্টগ্রাম।
- উঃ ১৮৮৭ সালে।
- উঃ কেয়ারী সিন্দাবাদ।
- উঃ ১১ ফেব্রুয়ারী, ২০০৪।
- উঃ ১৩ টি। বেনাপোল, ভোমরা, দর্শনা, সোনা মসজিদ, হিলি, বুড়িমারী, বাংলাবান্ধা, আখাউড়া, তামাবিল, হালুয়াঘাট, টেকনাফ, বিরল ও বিবির বাজার।
- উঃ ২০০১ সালে।
- উঃ বিমান বাংলাদেশ এয়ার লাইন্স।
- উঃ বলাকা।
- উঃ ৪ জানুয়ারী, ১৯৭২।
- উঃ ৫ জানুয়ারী, ১৯৭২ (ঢাকা-চট্টগ্রাম)।
- উঃ মার্চ, ১৯৭২ (ঢাকা-লন্ডন)।
- উঃ ১৪ টি।
- উঃ ৩ টি।
- উঃ ৪ সেপ্টেম্বর, ১৯৮০।
- উঃ কানিজ ফাতিমা রোকসানা।
- উঃ বিমানের সম্মূখভাগে বিমান চালকের বসার স্থান।
- উঃ বিমান চলাচলের নির্দিষ্ট পথ।
- উঃ যাত্রীবাহী বৃহৎ বিমান।
- উঃ ১৬ আগষ্ট, ১৯৯৩।
- উঃ ৫ ডিসেম্বর, ১৯৯৯।
- উঃ এম আই-১৭।
Leave a Reply