- নিরাপদ পানি ব্যবহারকারীর সংখ্যার ভিত্তিতে বাংলাদেশের স্থান কত?
- বাংলাদেশে কতটি পরমানূ চিকিৎসা কেন্দ্র আছে?
- বাংলাদেশে মানসিক স্বাস্থ্য হাসপাতাল কয়টি ও কোথায়?
- বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?
- বাংলাদেশে সরকারী মেডিকেল কলেজের সংখ্যা কত?
- বাংলাদেশে সরকারী ডেন্টাল মেডিকেল কলেজের সংখ্যা- ?
- বাংলাদেশে মাতৃসদন ও শিশু কল্যান কেন্দ্র কটি?
- বাংলাদেশে কয়টি প্যারা মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান আছে?
- বাংলাদেশে থানা স্বাস্থ্য কেন্দ্র এর সংখ্যা কোনটি?
- বাংলাদেশে কুষ্ঠ রোগের হাসপাতাল কোথায়?
- বাংলাদেশে পলিশ হাসপাতাল কয়টি?
- দেশে যক্ষা হাসপাতালের সংখ্যা কত?
- বাংলাদেশে সার্জারী যক্ষা হাসপাতাল কয়টি?
- বাংলাদেশে যক্ষা ক্লিনিকের সংখ্যা কয়টি?
- দেশে রেলওয়ে হাসপাতালের সংখ্যা কত?
- দেশে জেল/কারা হাসপাতালের সংখ্যা কত?
- দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী মেডিকেল কলেজ কোনটি?
- দেশে রেজিস্ট্রিকৃত বেসরকারী ডেন্টাল কলেজ কয়টি?
- দেশে থ্যালেসিমিয়া সেন্টার কোনটি?
- বাংলাদেশের প্রথম মোবাইল হাসপাতালের নাম কি?
- দেশের প্রথম টেষ্ট টিউব শিশু কবে জন্মগ্রহন করে?
- বাংলাদেশে প্রথম মরণোত্তর চক্ষুদাতা কে?
- কবে খাবার স্যালাইন উদ্ভাদন করা হয?
- খাবার স্যালাইন উদ্ভাদন কবে কোন প্রতিষ্ঠান?
- বাংলাদেশে ডায়াবেটিকস সমিতি কবে প্রতিষ্ঠা হয়?
- ডায়াবেটিকস সচেতনতা দিবস কবে পালিত হয়?
- বাংলাদেশে কবে জনসংখ্যা নিয়ন্ত্রন কর্মসূচী গ্রহন ও বাস্তবায়ন শুরু হয়?
- বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহন করা হয় কোন সালে?
- কবে বাংলাদেশ সরকার সমপ্রসারিত টিকা দান কর্মসূচী গ্রহন করে?
- দেশে কবে প্রথম জাতীয় ভিত্তিক টিকাদান কর্মসূচী পালন করে?
- ইপিআই প্রকল্পে সাহায্যেদানকারী সংস্থা কোনটি?
- ই, পি, আই এর সাহায্যে যে ছয়টি রোগ নির্মুল করা হবে বলে চেষ্টা করা হয়েছে সে গুলো কি কি?
- প্রতি বছর কোন তারিখে হতে পুষ্টি সপ্তাহ পালনের সিদ্ধান্ত হয়?
- একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দেহে কত মিলি গ্রাম আয়োডিন থাকে?
- একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তির দৈনিক কত মাইক্রো গ্রাম আয়োডিন থাকে?
- এডিস মশা কিভাবে সংক্রমণ ছড়ায়?
- ডেঙ্গু কি?
- রোগ নির্ণয়ে ও নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ উৎপাদন শুরু করেছে কোন প্রতিষ্ঠান?
- বাংলাদেশের প্রথম নির্মিতব্য আন্তজাতিক মানের বেসরকারী ক্যান্সার হাসপাতালের নাম কি?
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বাংলাদেশের কোন শহরকে দক্ষিন-পূর্ব এশিয়ার হেলদি সিটি ঘোষনা করে?
- বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে জনগণের পুষ্টি অধিকার স্বীকৃত হয়েছে?
—————————–
- উঃ নবম।
- উঃ ১৩টি।
- উঃ ২ টি, পাবনা ও ঢাকায়।
- উঃ ১টি।
- উঃ ১৫ টি।
- উঃ ৩ টি। (মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসহ)
- উঃ ৯৮টি।
- উঃ ২ টি।
- উঃ ৪০৩ টি।
- উঃ নীলফামারী।
- উঃ ২০ টি।
- উঃ ৪ টি।
- উঃ ৮ টি।
- উঃ ৪৪ টি।
- উঃ ৯ টি।
- উঃ ১৯ টি।
- উঃ ২৭ টি।
- উঃ ৮ টি।
- উঃ ১ টি।
- উঃ জীবন তরী।
- উঃ ৩০ মে, ২০০১।
- উঃ এ. আর. এম. এনামূল হক।
- উঃ ৫ ফেব্রুয়ারী ১৯৭১ সনে।
- উঃ ঢাকার আন্তর্জাতিক উদারাময় গবেষনা কেন্দ্র।
- উঃ ২৮ ফেব্রুয়ারী, ১৯৫৬ সালে।
- উঃ ২৮ ফেব্রুয়ারী।
- উঃ ১৯৫৩ সালে।
- উঃ ১৯৭৬ সালে।
- উঃ ৭ এপ্রিল, ১৯৭৯ সালে।
- উঃ ১৯৮৫ সালে।
- উঃ ইউনিসেফ।
- উঃ যক্ষা, ডিপথেরিয়া, পোলিও, টিটেনাস, হুপিং কফ ও হাম।
- উঃ ২৩ শে এপ্রিল।
- উঃ ৩০ মিলি গ্রাম
- উঃ ১৫০ মাইক্রো গ্রাম।
- উঃ ফ্লাভি ভাইরাস।
- উঃ ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। ডেঙ্গুজ্বর দুই ধরণের। যথা- ক্লাসিক্যাল বা সাধারণ ডেঙ্গুজ্বর ও হেমোরেজিক ডেঙ্গুজ্বর।
- উঃ সাভারের বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের তেজষ্ক্রিয় উৎপাদন বিভাগ।
- উঃ আহসানিয়া মিশন ক্যান্সার ও জেনারেল হাসপাতাল।
- উঃ চট্টগ্রাম সিটিকে।
- উঃ ১৮ নম্বর অনুচ্ছেদে।
***এই পৃষ্ঠার কিছু তথ্য পরিবর্তনশীল।
মো:জাবের গাজী
আরো বিস্তারিত চাই