বাঁধন কেন ভূষণ-বেশে তোরে ভোলায়, হায় অভাগী। মরণ কেন মোহন হেসে তোরে দোলায়, হায় অভাগী।। রাগ: অজ্ঞাত তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): বৈশাখ, ১৩৩৩ রচনাকাল (খৃষ্টাব্দ): 1926 Category: রবীন্দ্রসঙ্গীতTag: রবীন্দ্রনাথ ঠাকুরপূর্ববর্তী:« বাঁচান বাঁচি, মারেন মরিপরবর্তী:বাঁধন ছেঁড়ার সাধন হবে »
Leave a Reply