ওর মানের এ বাঁধ টুটবে না কি টুটবে না। ওর মনের বেদন থাকবে মনে, প্রাণের কথা ফুটবে না ?। কঠিন পাষাণ বুকে লয়ে নাই রহিল অটল হয়ে প্রেমেতে ওই পাথর ক্ষ’য়ে চোখের জল কি ছুটবে না ?।
রাগ: বাউল
তাল: খেমটা
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
এই গানটি “প্রায়শ্চিত্ত” গ্রন্থে আছে
Jagatpati Tah
এই গানের অডিও চাই। একবার শুনলেই হবে ।