আমরা বসব তোমার সনে।– তোমার শরিক হব রাজার রাজা, তোমার আধেক সিংহাসনে।। তোমার দ্বারী মোদের করেছে শির নত – তারা জানে না যে মোদের গরব কত । তাই বাহির হতে তোমায় ডাকি, তুমি ডেকে লও গো আপন জনে ।।
রাগ: বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1316
রচনাকাল (খৃষ্টাব্দ): 1909
এই গানটি “প্রায়শ্চিত্ত” গ্রন্থে আছে
Leave a Reply