ওগো দয়াময়ী চোর, এত দয়া মনে তোর !
বড়ো দয়া ক’রে কণ্ঠে আমার জড়াও মায়ার ডোর ।
বড়ো দয়া ক’রে চুরি ক’রে লও শূন্য হৃদয় মোর ।।
রাগ: ভৈরবী
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply