কার হাতে যে ধরা দেব, প্রাণ, তাই ভাবতে বেলা অবসান ।। ডান দিকেতে তাকাই যখন বাঁয়ের লাগি কাঁদে রে মন— বাঁয়ের লাগি ফিরলে তখন দক্ষিণেতে পড়ে টান ।।
রাগ: কাফি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
এই গানটি “প্রজাপতির নির্বন্ধ” গ্রন্থে আছে
Leave a Reply