পোড়া মনে শুধু পোড়া মুখখানি জাগে রে । এত আছে লোক, তবু পোড়া চোখে আর কেহ নাহি লাগে রে ।। রাগ: ভৈরব তাল: অজ্ঞাত রচনাকাল (বঙ্গাব্দ): 1307 রচনাকাল (খৃষ্টাব্দ): 1900 এই গানটি “চিরকুমার-সভা” গ্রন্থে আছে Category: রবীন্দ্রসঙ্গীতTag: রবীন্দ্রনাথ ঠাকুরপূর্ববর্তী:« পোহালো পোহালো বিভাবরীপরবর্তী:পৌষ তোদের ডাক দিয়েছে »
Leave a Reply