আজি উন্মাদ মধুনিশি ওগো চৈত্রনিশীথশশী। তুমি এ বিপুল ধরণীর পানে কী দেখিছ একা বসি চৈত্রনিশীথশশী।। কত নদীতীরে কত মন্দিরে কত বাতায়নতলে কত কানাকানি, মন-জানাজানি সাধাসাধি কত ছলে। শাখা-প্রশাখার দ্বার-জানালার আড়ালে আড়ালে পশি কত সুখদুখ কত কৌতুক দেখিতেছ একা বসি চৈত্রনিশীথশশী।। মোরে দেখো চাহি— কেহ কোথা নাহি, শূন্যভবনছাদে নৈশ পবন কাঁদে। তোমারি মতন একাকী আপনি চাহিয়া রয়েছি বসি চৈত্রনিশীথশশী।।
পূর্ববর্তী:
« আজি হৃদয় আমার যায় যে ভেসে
« আজি হৃদয় আমার যায় যে ভেসে
পরবর্তী:
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা »
আজি এ আনন্দসন্ধ্যা সুন্দর বিকাশে, আহা »
Leave a Reply