মধুর মিলন। হাসিতে মিলেছে হাসি, নয়নে নয়ন।। মরমর মৃদু বাণী মরমর মরমে, কপোলে মিলায় হাসি সুমধুর শরমে— নয়নে স্বপন।। তারাগুলি চেয়ে আছে, কুসুম গাছে গাছে— বাতাস চুপিচুপি ফিরিছে কাছে কাছে। মালাগুলি গেঁথে নিয়ে, আড়ালে লুকাইয়ে সখীরা নেহারিছে দোঁহার আনন— হেসে আকুল হল বকুলকানন, আ মরি মরি ।।
পূর্ববর্তী:
« মধুর মধুর ধ্বনি বাজে
« মধুর মধুর ধ্বনি বাজে
পরবর্তী:
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ »
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ »
Leave a Reply