আমাদের সখীরে কে নিয়ে যাবে রে— তারে কেড়ে নেব, ছেড়ে দেব না—না—না। কে জানে কোথা হতে কে এসেছে। কেন সে মোদের সখী নিতে আসে—দেব’ না।। সখীরা পথে গিয়ে দাঁড়াব, হাতে তার ফুলের বাঁধন জড়াব, বেঁধে তায় রেখে দেব’ কুসুমবনে— সখীরে নিয়ে যেতে দেব’ না।।
পূর্ববর্তী:
« আমাদের যাত্রা হল শুরু এখন
« আমাদের যাত্রা হল শুরু এখন
পরবর্তী:
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে »
আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে »
Leave a Reply