ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল ।
মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল ।
দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে—
নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল ।।
পূর্ববর্তী:
« ভালোবাসি ভালোবাসি
« ভালোবাসি ভালোবাসি
পরবর্তী:
ভালোবেসে যদি সুখ নাহি »
ভালোবেসে যদি সুখ নাহি »
Nighat
ভালবাসিলে যদি সে ভালো না…. আমার রূমে এসে গাইত একটা মেয়ে। আমি তখন হোস্টেলে। খুব ভালো লাগতো। অনুরোধ করলে সে প্রায়ই গাইত। অনেক দিন পর সে দেখে আমি গাইছি হারমোনিয়ামে। সে অভিমান করেছিল। আমি তার মত পারি না।
কথা বল! মনে পরে দ্বীধাকে।
ভালোবাসিলে…… কেন সে দেখা দিল…..
.