কিছুই তো হল না । সেই সব— সেই সব— সেই হাহাকাররব, সেই অশ্রুবারিধারা, হৃদয়বেদনা ।। কিছুতে মনের মাঝে শান্তি নাহি পাই, কিছুই না পাইলাম যাহা কিছু চাই । ভালো তো গো বাসিলাম, ভালোবাসা পাইলাম, এখনো তো ভালোবাসি— তবুও কী নাই ।।
পূর্ববর্তী:
« কিছু বলব ব’লে এসেছিলেম
« কিছু বলব ব’লে এসেছিলেম
পরবর্তী:
কী করিব বলো, সখা, তোমার লাগিয়া »
কী করিব বলো, সখা, তোমার লাগিয়া »
Leave a Reply