আগুনে হল আগুনময়। জয় আগুনের জয়॥ মিথ্যা যত হৃদয় জুড়ে এইবেলা সব যাক-না-পুড়ে, মরণ-মাঝে তোর জীবনের হোক রে পরিচয়॥ আগুন এবার চলল রে সন্ধানে কলঙ্ক তোর লুকিয়ে আছে প্রাণে। আড়াল তোমার যাক রে ঘুচে, লজ্জা তোমার যাক রে মুছে, চিরদিনের মতো তোমার ছাই হয়ে যাক ভয়॥
পূর্ববর্তী:
« আকুল কেশে আসে চায় ম্লাননয়নে কে গো চিরবিরহিনী
« আকুল কেশে আসে চায় ম্লাননয়নে কে গো চিরবিরহিনী
পরবর্তী:
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে »
আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে »
Leave a Reply