আমি আছি তোমার সভার দুয়ার-দেশে, সময় হলেই বিদায় নেব কেঁদে হেসে॥ মালায় গেঁথে যে ফুলগুলি দিয়েছিলে মাথায় তুলি পাপড়ি তাহার পড়বে ঝরে দিনের শেষে॥ উচ্চ আসন না যদি রয় নামব নীচে, ছোটো ছোটো গানগুলি এই ছড়িয়ে পিছে। কিছু তো তার রইবে বাকি তোমার পথের ধুলা ঢাকি, সবগুলি কি সন্ধ্যা-হাওয়ায় যাবে ভেসে ?।
পূর্ববর্তী:
« আমি সব নিতে চাই
« আমি সব নিতে চাই
পরবর্তী:
আমি কী গান গাব যে ভেবে না পাই »
আমি কী গান গাব যে ভেবে না পাই »
Leave a Reply