মরণের মুখে রেখে দূরে যাও দূরে যাও চলে আবার ব্যথার টানে নিকটে ফিরাবে ব’লে॥ আঁধার-আলোর পারে খেয়া দিই বারে বারে, নিজেরে হারায়ে খুঁজি– দুলি সেই দোলে দোলে॥ সকল রাগিণী বুঝি বাজাবে আমার প্রাণে– কভু ভয়ে কভু জয়ে, কভু অপমানে মানে। বিরহে ভরিবে সুরে তাই রেখে দাও দূরে, মিলনে বাজিবে বাঁশি তাই টেনে আন কোলে॥
পূর্ববর্তী:
« মরণসাগরপারে তোমরা অমর
« মরণসাগরপারে তোমরা অমর
পরবর্তী:
মরি লো মরি আমার বাঁশিতে ডেকেছে কে »
মরি লো মরি আমার বাঁশিতে ডেকেছে কে »
Leave a Reply