ওগো, পথের সাথি, নমি বারম্বার। পথিকজনের লহো লহো নমস্কার॥ ওগো বিদায়, ওগো ক্ষতি, ওগো দিনশেষের পতি, ভাঙা বাসার লহো নমস্কার॥ ওগো নব প্রভাতজ্যোতি, ওগো চিরদিনের গতি, নব আশার লহো নমস্কার। জীবনরথের হে সারথি, আমি নিত্য পথের পথী, পথে চলার লহো লহো লহো নমস্কার॥
পূর্ববর্তী:
« ওগো স্বপ্নস্বরূপিণী তব অভিসারের পথে পথে
« ওগো স্বপ্নস্বরূপিণী তব অভিসারের পথে পথে
পরবর্তী:
ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে »
ওঠো ওঠো রে– বিফলে প্রভাত বহে যায় যে »
Leave a Reply